কিশোরগঞ্জের হোসেনপুরে পুকুরের পানিতে ডুবে গিয়াস উদ্দিন (৮২) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামের মৃত আমজত আলীর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়,শুক্রবার সন্ধা ৬ টার দিকে নিখোঁজ হন তিনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান পেতে মাইকিং করা হয় পরিবারের পক্ষ থেকে। পরে তাকে না পেয়ে সন্দেহ বশতঃ বাড়ির পাশের পুকুরে জেলেদের জাল দিয়ে টান দেন। এক পর্যায়ে মাছের সাথে ভেসে আসে তার মরদেহ। পরে সেখান থেকে মরদেহ বাড়িতে আনা হয়।
শনিবার, ১২ অক্টোবর সকালে নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হয়। স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করছে
আরো পড়ুন।
http://বান্দরবান লামায় এক গৃহবধূকে সন্ত্রাসী কায়দায় নির্যাতন আদালতে মামলা দায়ের।