ফরিদা ফারহানা গীতিকার বাংলাদেশ বেতার টেলিভিশন ঢাকা।
ক্রাইম রিপোর্টার শিউলি আক্তার।
বিশিষ্ট কণ্ঠশিল্পী ও সুরকার এবং সংগীত পরিচালক বাংলাদেশ ঢাকা রাজু আহমেদ ও তার লেখা গান গেয়েছেন বাংলাদেশ বেতার আগারগাঁও ঢাকা হোম সার্ভিসে
টাংগাইলের লাল মাটির মধুপুরে আমার বেড়ে ওঠা, আমি ক্লাস সেভেন থেকে ছড়া,কবিতা লিখা শুরু করি।প্রথম কবিতা ছাপা হয় টাংগাইলের স্থানীয় প্রত্রিকায়।
ক্লাস নাইন থেকে গান লেখায় আগ্রহী হই রেডিওতে সব গুনী গীতিকবিদের গান শুনে।বাংলাদেশ টেলিভিশনে ২০১০ সালে গীতিকবি হিসেবে তালিকাভুক্ত হই,সেই সাথে বেলাল খান এবং এফ এ সুমন ভাইয়ার সাথে একটা অ্যালবামে গান লেখার সুযোগ পাই। তারপর বেশ কিছু কাজ করার সুযোগ পাই প্রয়াত সংগীত পরিচালক ফরিদ আহমেদ স্যারের সাথে,উনার সাথে ধারাবাহিক নাটক,একক নাটকের গান সেই সাথে অনেক একক গানের কাজ করেছি।যেমন “পহেলা বৈশাখ” শিরোনামে গান গেয়েছেন কন্ঠশিল্পী রোমানা ইসলাম,”প্রেমের গল্প ” শিরোনামে গান গেয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর এবং পলি শায়ন্তনী আপু। এই গানটি বেশ সাড়া পেয়েছে।
এছাড়াও আমার লেখা গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রতীক হাসান,শাহারিয়ার রাফাত,রূপম,বাবুল রেজা ও শাহানাজ বাবু। গানগুলির সুর ও সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ।
এছাড়াও এম কে বাশার বেশ কয়েকটি গান গেয়েছেন অ্যালবামের জন্য।
২০২০ সালে বাংলাদেশ বেতারে গীতিকবি হিসেবে তালিকাভুক্ত হয়েছি।
অনেক গুণী শিল্পী এবং সংগীত পরিচালকের সাথে গান নিয়ে কাজ করা হয়েছে। তারমধ্যে বরেণ্য সংগীত পরিচালক দেবেন্দ্রনাথ চ্যাটার্জি সুরে গান গেয়েছেন কণ্ঠশিল্পী জুলি শরমেলী,এজানুর রহমান।
সংগীত পরিচালক ফয়সাল আহমেদের সুরে গান গেয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ রহমান লাবনী।
সংগীত পরিচালক কাজী দেলোয়ার হোসেনের সুরেও অনেকে আমার লেখা গান গেয়েছেন।
এছাড়াও সাব্বির জামানের সুরে কামাল আহমেদ এবং অবন্তী সিথী,অশোক পালের সুরে কামাল আহমেদ এবং সানিয়া সুলতানা লিজা, ইবনে রাজনের সুরে সুজানা রুপা,রিচার্ড কিশোরের সুরে গান গেয়েছেন সাঈদ হোসেন।
গত ঈদে “ভাগ্য বিবি” শিরোনামে একটি নাটকের গান লিখেছি। গানটি গেয়েছেন, সুর এবং সংগীত পরিচালনা করেছেন এস কে শানু।
প্রচারের অপেক্ষায় আছে কন্ঠশিল্পী মোমিন বিশ্বাস এবং স্মরণ এর গাওয়া একটি মিষ্টি ডুয়েট গান,এই গানের সুর ও সংগীত করেছেন এস আই খোকন।
আরও আছে প্রচারের অপেক্ষায় আমার একটি ফোক গান,গানটি গেয়েছেন সংগীত পরিচালক কাজী দেলোয়ার হোসেন।
গুণী সংগীত পরিচালক সাদেক আলীর সুর ও সংগীত তে কণ্ঠশিল্পী বাবুল রেজা ও জান্নাত ই রুম্মান তিথী গেয়েছেন ডুয়েট গান..
গান লেখার সাথে দশটি কবিতার বই ও প্রকাশিত হয়েছে।এছাড়াও নিয়মিত বিভিন্ন দৈনিক পত্রিকায় কবিতা প্রকাশিত হচ্ছে।
কবিতার বইগুলি:
*স্বপ্ন অথবা ভালবাসা ২০১০
*আকাশী রঙের মন ২০১৩
*এ্যালকেমি ২০১৭
*সিক্ত রসায়নে দ্রোহ ২০১৮
*হৃদয়ে সেতু বন্ধন ২০১৮
*বিচ্যুত রসায়নে সুরভী ২০১৯……
আরো পড়ুন।
http://খাগড়াছড়িতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।