মিয়ানমারের নৌ বাহিনীর  গুলিতে বাংলাদেশী এক জেলে নিহত,আহত ২।

মিয়ানমারের নৌ বাহিনীর  গুলিতে বাংলাদেশী এক জেলে নিহত,আহত ২।

মিয়ানমারের নৌ বাহিনীর  গুলিতে বাংলাদেশী এক জেলে নিহত,আহত ২।

শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি।

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে মিয়ানমারের  নৌ বাহিনীর গুলিতে এক বাংলাদেশি জেলের মৃত্যু হয়েছে। এতে আরো ২ জন আহত হয়েছে বলে নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে।

গতকাল বুধবার (৯ অক্টোবর) দুপুরের দিকে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দক্ষিণ পশ্চিম সমুদ্র এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সাবরাং ইউপির শাহপরীরদ্বীপ কোনার পাড়া এলাকার মৃত বাঁচামিয়ার ছেলে ওসমান গনি (৫৫)

নিহতের স্ত্রী হাসিনা বেগম জানান; গেল রবিবারের দিকে সাইফুলের মালিকানাধীন ফিশিং ট্রলার করে মাছ শিকারে গেলে মিয়ানমার নৌবাহিনী কর্তৃক গুলিবিদ্ধ হয়ে আমার স্বামী মারা যায়। এসময় রফিক ও রাজু নামের আরো দুইজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানাই তারা।

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরি জানান; মাছ শিকার করতে গিয়ে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর হাতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এবং অপর দুইজন আহত হয়েছে বলে জেনেছি। ইতিমধ্যে নিহতের লাশ শাহপরীরদ্বীপ জেটি ঘাটে নিয়ে আনা হয়েছে বলে সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি  বিষয়টি ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।

 

আরো পড়ুন।

 

http://আরকান আর্মি কর্তৃক আটক ৫ বাংলাদেশী জেলে কে ফেরত এনেছে বিজিবি।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *