মির্জাগঞ্জে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।

মির্জাগঞ্জে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।

মির্জাগঞ্জে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।

মোঃ আবুল বাসার সাইফুল ক্রাইম রিপোর্টার।

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর প্রকোপ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।
ডেঙ্গুর প্রকোপে রোগীর সংখ্যা ক্রমশই বাড়তে থাকায় হাসপাতালের বেড সংকট দেখা দিয়েছে,তাই সিঁড়ির পাশে অথবা বারান্দায় মেঝেতেও ভর্তি কৃত রোগীরা চিকিৎসা নিচ্ছেন কোনরকম স্যালাইন ঝুলিয়ে বিছানা পেতে।
তাদেরকে মশারি টানিয়ে থাকতে বলা হলেও হাসপাতালের বারান্দায় ও মেঝেতে থাকায় তারা মশারি টানাতেও পারছেন না । মশার কয়েল জ্বালিয়ে থাকতে হচ্ছে রোগী ও রোগীর সাথে থাকা স্বজনদের।
অনেকে আবার বেড সংকট থাকায় বাড়িতে থেকেও চিকিৎসা নিচ্ছেন ।

মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শনিবার দুপুর পর্যন্ত ৩২ জন রোগী ভর্তি হন। সরজমিনে দেখা গেছে ডেঙ্গু আক্রান্ত ভর্তি কৃত রোগীর সংখ্যা ছিল ২৫ থেকে ৩০ জন ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে আরো ৫ জন ডেঙ্গু রোগী। বর্তমানে মোট ভর্তি কৃত রোগীর সংখ্যা প্রায় ১০০ জন ।
তবে এখন পর্যন্ত কোন মৃত্যু সংবাদ পাওয়া যায়নি ।
সবাই সুস্থ হয়ে বাড়িতে ফিরছেন । বর্তমান রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তেন মং বলেন,
“হাসপাতাল ডেঙ্গু রোগীর চাপ এতটা বেড়েছে যে অন্য রোগীদের ভর্তি রাখা কষ্টসাধ্য হয়ে পড়েছে। ডেঙ্গু রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা।ডেঙ্গু রোগী যদি বাড়তে থাকে তাহলে স্যালাইন ও ঔষধে সংকট দেখা দিতে পারে।”
তিনি আরো বলেন,
“আমরা কোন রোগীকে ফেরত দিচ্ছি না।”
এ বিষয়ে উপজেলা পরিষদ মিটিংয়ে আলোচনায় বলা হয়েছে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সব পদক্ষেপ নেওয়া হবে । উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন,
“উপজেলায় ডেঙ্গু রোগীদের সংখ্যা বাড়ছে এ লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি ও উপজেলার বিভিন্ন পয়েন্টে মশা নিধনের জন্য ফগার মেশিন সরবরাহ করা হচ্ছে এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিও মশা নিধনের লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।”

 

আরো পড়ুন।

 

http://টাঙ্গাইলের সখিপুরে এসপির পূজা মণ্ডপ পরিদর্শন মোঃ আঃ লতিফ মিয়া।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *