বান্দরবান রুমায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৩।
রুমা প্রতিনিধি লোকমান হাকিম।
বান্দরবান রুমা উপজেলায় জিপ গাড়ি ( কাঠভর্তি) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী ঝিরিতে পড়ে যায়। এই ঘটনায় আহত হয়েছেন ড্রাইভার সহ ৩ জন।
শনিবার (১২ অক্টোবর) রাত আনুমানিক ১১ টায় রুমা সদর ইউনিয়নের মুনলাই পাড়া এলাকায় এই দুর্ঘনাটি ঘটে। তবে এ ঘটনায় নিহত সংখ্যা নেই
উক্ত ঘটনায় আহত হলেন- মো নেজাম উদ্দিন (৩২), মো সেলিম (২৮) ও মো সোহেল (৩০)। তারা একই ইউনিয়নের মুসলিম পাড়ার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১ ঘটিকার সময় রুমা উপজেলার কমলা বাজার থেকে কাঠভর্তি জিপ গাড়িটি রুমা সদরের উদ্দেশ্যে রওনা দেন, পথে ১১ কিলো নামক স্থানে পৌঁছালে গাড়ির যান্ত্রিক সমস্যা দেখা দেয়।পরে মিস্ত্রি সেলিমকে ( আহত ব্যাক্তি) ফোন কলের মাধ্যমে বিষয়টি জানানো হলে তিনি ভাড়ায় বাইক করে ঘটনা স্থলে পৌঁছে সমস্যাটি সমাধান করেন। সমাধানের পর তিনি ভাড়ায় বাইকে করে না এসে, উক্ত জিপ গাড়িতে ওঠে পড়েন। পরে মুনলাই পাড়া নামক স্থানে পৌঁছালে (কাঠভর্তি)জিপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশ্ববর্তী ঝিরিতে পড়ে যায়। এসময় গাড়ি থেকে ছিটকে পড়ে শ্রমিক নাজিম(৩৫) মিস্ত্রি ,মো সেলিম,(৩২) ও ড্রাইভার নেজাম উদ্দিন (৩০) আহত হয়।
পরে স্থানীয়রা খবর পেয়ে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মোস্তফা কামাল জানান, এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন, আহত ব্যাক্তিদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।
রুমা থানার উপ পরিদর্শক জহিরুল ইসলাম জানান, গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন, তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরো পড়ুন।
http://বেনাপোল সীমান্তে ১৪ লাখ টাকার ফেন্সিডিল উদ্ধার আটক ৫।