পুজা মন্ডবে নিরাপত্তায় নিয়োজিত সেনা সদস্যকে মদ সেবন করানোর চেষ্টা, আটক-২।
গত কাল শনিবার ১৩ অক্টোবর মাঝ রাতে কক্সবাজারে লালদীঘির পাড় কেন্দ্রীয় পূজা মন্ডপ হতে ২ জন হিন্দু সমপ্রদায়ের তরুনকে সেনাবাহিনী কর্তৃক আটক করা হয়।
জানা যায় পুজা মন্ডব নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহলের একজন সেনা সদস্যকে কক্সবাজারে গোলদীঘির পাড়ের বাসিন্দা বিজয় ধর (২১), এবং ছোটন ধর-(২৩) কর্তৃক *সেভেন আপ* এর বোতলে মদ্যপান করানোর চেষ্টা করে। পরক্ষণে সেনা সদস্য বিষয়টি বুঝতে পেরে পুজা মন্ডবের কমিটিদের অবগত করে। পরবর্তীতে তাদের এক বোতল মদসহ আটক করে কক্সবাজার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
হিন্দু সমপ্রদায়ের মহাৎসবে সেনা সদস্যদের মদ্য পান করিয়ে পুজা মন্ডবে নাশকতার পরিকল্পনা করার বিষয়টি খতিয়ে দেখা হবে।
আরো পড়ুন।
http://১১ অক্টোবরের কর্মী সমাবেশ সফল করতে হ্নীলা ৪ নং ওয়ার্ড জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত