এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বাঁশখালীতে প্রথম হয়েছে মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ ও দ্বিতীয় হয়েছে বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজ।
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।
আজকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত হয়েছে। বেলা ১১টায় শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান, অনলাইন এবং এসএমএসের মাধ্যমে একযোগে ফলাফল জানতে পেরেছে। তারাই ধারাবাহিকতায় বাঁশখালীতে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বাঁশখালীতে প্রথম হয়েছে মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ ও দ্বিতীয় হয়েছে বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজ।
যথাক্রমে বাঁশখালীর কলেজ গুলোর শতকরা হিসেবে
১। মাস্টার নজির আহমদ কলেজ ১৩.৬৭%
২| বাঁশখালী গার্লস ডিগ্রি কালেজ = ৬৫.১৪%
৩| উপকূলীয় ডিগ্রি কলেজ- ৬২.৫৮
৪। বাশখালী ডিগ্রি কলেজ: ৫৯.৭%
৫। বাঁশখালী ‘আলাওয়াল ডিগ্রি কলেজ: ৫৭.৬৬%
৬| পশ্চিম বাঁশখালী স্কুল এন্ড কলেজ ৫৫.৮৮%
৭| হাজীগাঁও বরুমছড়া স্কুল এন্ড কলেজ ২২.৫৮%
বাঁশখালী গার্লস ডিগ্রি কালেজের অধ্যক্ষ অধ্যাপক জমির উদ্দীন চৌধুরী বলেন, আলহামদুলিল্লাহ আমাদের কলেজ ফলাফলের দিক থেকে বাঁশখালীতে দ্বিতীয় স্থান অর্জন করেছেন, এজন্য আমাদের কলেজের সকল অধ্যাপক, প্রভাষক ও সহকারী প্রভাষক থেকে সকল স্থরের কর্মকর্তা ও কর্মচারীদেরকে পাশাপাশি আমার প্রানপ্রিয় ছাত্রীদেরকে আমার প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি সাবেক সফল মেয়র বিশিষ্ট শিক্ষানুরাগী ও আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরীর পক্ষ থেকে ও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আশা করি ভবিষ্যতে আমাদের এই অর্জন আরো বেগবান ও উন্নত হবে সেই আশা রাখি।
উল্লেখ্য যে, গত ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়, এতে মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।
আরো পড়ুন।
http://ঠাকুরগাঁওয়ে নদী থেকে ৭০ বছর বয়সী নারীর ভাসমান লাশ উদ্ধার।