করেরহাট রেঞ্জে অবৈধ বালু ভর্তী ট্রাক জব্দ : আটক -১।

করেরহাট রেঞ্জে অবৈধ বালু ভর্তী ট্রাক জব্দ : আটক -১।

করেরহাট রেঞ্জে অবৈধ বালু ভর্তী ট্রাক জব্দ : আটক -১।

ওসমান গনি, বিশেষ প্রতিনিধি :

বনবিভাগের অভিযানে পাচারের উদ্দেশ্যে সংরক্ষিত বনভূমি থেকে বালু সংগ্রহের সময় ১টি ডাম্প ট্রাক জব্দ ও ১ জনকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম উত্তর বনবিভাগের করেরহাট রেঞ্জাধীন হেয়াকো বন বিটের রামগড়-সীতাকুন্ড রিজার্ভ ফরেস্ট মৌজার বালুটিলার মোহাম্মদপুর এলাকায় এ অভিযান চালিয়েছে বনবিভাগ।

ঘটনাস্থল থেকে ১টি বেলচা,২টি ঝুঁড়ি এবং ১৯২.০ ঘনফুট পাহাড়ি বালি সহ ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল রেঞ্জ অফিস হেফাজতে রাখা হয়েছে।

ধৃত আসামীকে আদালতে সোপর্দ করাসহ অভিযোগ দাখিল করা হয়েছে।।

আরো পড়ুন।

 

http://বিরলে নিহত বিএনপি নেতা ইউনুস এর পরিবারের পাশে জেলা বিএনপি’র সহ-সভাপতি মোজারুল ইসলাম।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *