রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে’ দূর্বৃত্তদের গুলিতে একজন নিহত।

রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে’ দূর্বৃত্তদের গুলিতে একজন নিহত।

রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে’ দূর্বৃত্তদের গুলিতে একজন নিহত।

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।

 

কক্সবাজারে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তার কে করে’ দূর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছে।

রোববার বিকাল ৫ টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-৫ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান, টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

নিহত মোহাম্মদ জোবায়ের (২৮) একই এলাকার মোহাম্মদ আমিনের ছেলে।

স্থানীয়দের বরাতে মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বিকালে মোহাম্মদ জোবায়ের নিজের বাসার পাশে স্থানীয় কয়েকজন লোকের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এক পর্যায়ে একদল দূর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়ে। এসময় স্থানীয়রা ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে দুর্বৃত্তরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুলিবিদ্ধ জোবায়েরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, স্থানীয়রা জানিয়েছেন, টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় কিছু সংখ্যক দূর্বত্ত আশপাশের পাহাড়ে অবস্থান করে। রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জন্য ওই দূর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা স্থানীয়দের।

তারপরও কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে তা জানতে এবং ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান গিয়াস উদ্দিন।

তিনি জানান, নিহতের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

আরো পড়ুন।

 

http://বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ১৩ ই নভেম্বর ২০২৪ ইং তারিখে রেলি ও জনসভা।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *