টেকনাফের হ্নীলা ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে মুহাম্মদ শাহজাহান সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন আওয়ামী প্রধানমন্ত্রী কে দেশ ছেড়ে পালাতে বাদ্য করেছে

টেকনাফের হ্নীলা ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে মুহাম্মদ শাহজাহান
সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন আওয়ামী প্রধানমন্ত্রী কে দেশ ছেড়ে পালাতে বাদ্য করেছে।

টেকনাফের হ্নীলা ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে মুহাম্মদ শাহজাহান
সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন আওয়ামী প্রধানমন্ত্রী কে দেশ ছেড়ে পালাতে বাদ্য করেছে

 

শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার)।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার টেকনাফের ঐতিহ্যবাহী সাংগঠনিক ইউনিয়ন হ্নীলা শাখার বিশাল কর্মী সম্মেলনে কেন্দ্রীয় জামায়াতের এ্যসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ্ব মাওঃ মুহাম্মদ শাহ জাহান বলেছেন আওয়ামীলীগ সরকারের সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন আওয়ামী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে দেশ ছেড়ে পালাতে বাদ্য করেছেন। ১৫ বছরের শাসনামলে জনপ্রিয় স্কলার থেকে শুরু করে দেশের জনপ্রিয় মানুষ ও  জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফ্যাসিবাদী কাঁয়দায় বৈষম্য মূলক বিচারের সম্মূখীন করে একের পর এক ফাঁসিতে ঝুলিয়ে হত্যা  করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মত একটি কুরআন প্রেমী দল কে এদেশের মানুষের হৃদয় থেকে নিশ্চিহ্ন করতে গিয়ে  নিজেরাই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে।

জুলুম নির্যাতনের মাধ্যমে জেল জুলুমও আয়না ঘরে বছরের পর বছর বন্দি রাখা মজলুমের চোখের পানি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতশত শহীদ ভাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফিরে পেয়েছে একটি নতুন দিগন্ত।
তিনি আরো বলেছেন দেশ কুরআনের পথে এগিয়ে যাচ্ছে তাই এদেশের ইসলামী আন্দোলনের একমাত্র কান্ডারী বাংলাদেশ জাময়াতে ইসলামীর বিশাল কর্মী বাহিনী কে
মেধা ও নৈতিকতার উদাহরণ সৃষ্টি করার মধ্যদিয়েএগিয়ে আসতে হবে।

১৫ নভেম্বর শুক্রবার দুপুর ২ টায় হ্নীলা আলফালাহ একাডেমি মাঠে হ্নীলা ইউনিয়ন শাখার সভাপতি মাওঃ গিয়াসউদ্দিন নিজামীর সভাপতিত্বে সেক্রেটারি মাওঃ ইব্রাহীম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা গুলো বলেছেন।

এ সময় বিশেষ অতিথি বক্তৃতায় কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওঃ অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেছেন যুগে যুগে ইসলামের শত্রুরা ফুৎকার দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল কিন্তু তারা পারেনি, বরং তারা ব্যর্থ হয়েছিল। একইভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কে ও বিভিন্ন ভাবে ইসলামের শত্রুরা নিশ্চিহ্ন করার চেষ্টা চালিয়ে তারাই এদেশের মানুষের অন্তর থেকে দূরে সরে গেছে। আমাদের কে ঐক্যবদ্ধভাবে এ বিজয় সুনিশ্চিত করতে হবে তা নাহলে আগামীতে আরো কঠোর মাসূল দিতে হবে।

এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের নব নির্বাচিত সেক্রেটারি মুহাম্মদ জাহেদুল ইসলাল, ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহর শাখার সভাপতি সারওয়ার কামাল সিকদার, টেকনাফ উপজেলা জামায়াত আমীর অধ্যক্ষ নরুল হোছাইন ছিদ্দিকী সেক্রেটারি মাওঃ রফিক উল্লাহ,হোয়াইক্যং ইউনিয়ন জামায়াত সভাপতি মাওঃ মুহাম্মদ ইব্রাহীম খলিল,জামায়াত নেতা মাওঃ আব্দুস সোবহান,মাওঃ সাঈদ আহমদ তারেক,এডভোকেট মীর জাহাঙ্গীর কাশেম,মাওঃ ফোরকান আহমদ, অধ্যাপক জহির আহমদ,মাওঃ আবুল কালাম আজাদ,কামাল আহমদ ইসলামী ছাত্র শিবির টেকনাফ উপজেলা শাখারর সভাপতি মুহাম্মদ তারেক,সেক্রেটারি মোস্তফা জামান মানিক প্রমূখ।

 

আরো পড়ুন।

 

http://চট্টগ্রাম সাতকানিয়া বটতল জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *