সরাইলে দরিদ্র পরিবারের পাশে আলীবক্স ফাউন্ডেশন।
মোঃ আবুল বাসার সাইফুল ক্রাইম রিপোর্টার।
মানবতার বন্ধনে আবদ্ধ আমরা কয়েকজন বন্ধু’-এই স্লোগানকে সামনে রেখে গত বছর ধরে নিজস্ব অর্থায়নে সমাজের অসসহায় দরিদ্র মানুষদের সহায়তা করছেন ‘আলীবক্স ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন। এরই ধারাবাহিকতায় মাত্র কয়েকজন বন্ধুর সমন্বয়ে গড়া এই সংগঠনটি গতকাল শনিবার ৩ শতাধিক দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন খাদ্য সামগ্রি উপহার নিয়ে। অনেককে দিয়েছেন নগদ অর্থ। এই উপলক্ষে সরাইল সদরের দক্ষিণ আরিফাইল গ্রামের বাসিন্দা প্রধান দাতা প্রবাসী মোহাম্মদ আলীর বাসভবনে ইউপি চেয়ারম্যান ও সংগঠনের সদস্য আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাংবাদিক নারায়ণ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সরাইল মহিলা কলেজের প্রভাষক সাংবাদিক মোহাম্মদ মাহবুব খান, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, উপলদ্ধির নির্বাহী পরিচালক ও সাংবাদিক মো. শরীফ উদ্দিন, সাংবাদিক মো. আলমগীর মিয়া, মো. রফিকুল ইসলাম, মো. আরব আলী, আব্দুল জব্বার, সংগঠনের সদস্য পারভেজ, সুমন আল মামুন, মামুন খন্দকার ও মনির হোসেন। প্রবাসে বসেও লাইভে খাদ্য সামগ্রি বিতরণের ভিডিও দেখে সকলকে উৎসাহিত করেছেন সদস্য মো. শরীফ বক্স ও মোহাম্মদ আলী। উপস্থিত সকলকে জানিয়েছেন ধন্যবাদ। এমন সহায়তা অব্যাহত রাখার আশ্বাসও দিয়েছেন তারা। বক্তারা বলেন, দানে ধন কমে না বরং বাড়ে। এই উপলদ্ধি মাথায় রেখেই মহামারী দূর্যোগ ছাড়াও প্রবাসী মোহাম্মদ আলী ও তার সংগঠন ‘আলীবক্স ফাউন্ডেশন’ মানুষের যেকোন সমস্যায় সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। এটি মানবতাবোধ ও মানবসেবার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। দরিদ্র পরিবারের বিপদে আপদে, বিয়েশাদী ও চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা করে ইতিমধ্যে সংগঠনটি অনেক সুনাম অর্জন করেছেন। সংগঠনের প্রধান দাতাসহ সকল সদস্যের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
আরো পড়ুন।
http://টাঙ্গাইল সখিপুর কচুয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।