চাটগাঁইয়া ভাষায় আবৃত্তি করে সারা ফেলেছেন তুলতুল।
তিনি বলেন আমি আমার আঞ্চলিক ভাষাকে সকল দেশে প্রেজেন্ট করতে চাই। কাব্যকথা চট্টগ্রাম সাহিত্য উৎসবে চাটগাঁইয়া ভাষার কবিতা আবৃত্তি করে সারা ফেলেছে চটগ্রামের মেয়ে তুলতুল। সম্প্রতি নভেম্বর এর ১৫ তারিখ চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউটে প্রথম্বারের মতো অনুষ্ঠিত হয়ে গেলো ঢাকার সংগঠন কাব্য কথা চট্টগ্রাম সাহিত্য উৎসব। বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এই অনুষ্ঠান চলে। এখানে আটজনকে সম্মাননা দেওয়া হয়।অনুষ্ঠানে এর সভাপতি হলেন কাব্যকথার প্রতিষ্ঠাতা৷ কবি পুতি সম্রাট জালাল খান ইউসুফি।প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান কবি স ম সামসুল আলম। এখানে তুলতুলকে উত্তরীয় আর অভিনন্দন পত্র দিয়ে সম্মানিত করা হয়। তিনিও সব অতিথিকে উত্তরীয় পরিয়ে দেন। অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত হয় কাব্য কথা সংকলন।এখানে লেখা আছে জনপ্রিয় লেখক কথাসাহিত্যিক. শিশুসাহিত্যিক শাম্মী তুলতুলের একটি আঞ্চলিক কবিতা।নাম চাটগাঁ শঅর।তিনি এই কবিতা আবৃত্তি করে যথেষ্ট সারা ফেলে সুনাম কুড়িয়েছেন। আলোচনার পর সকলের আবৃত্তি আর কিউজ প্রতিযোগিতা দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
আরো পড়ুন।
http://চাটগাঁইয়া ভাষায় আবৃত্তি করে সারা ফেলেছেন তুলতুল।