যশোর শার্শা উপজেলার নিজামপুরে বিএনপি’র বিশাল জনসভা অনুষ্ঠিত

যশোর শার্শা উপজেলার নিজামপুরে বিএনপি’র বিশাল জনসভা অনুষ্ঠিত।

যশোর শার্শা উপজেলার নিজামপুরে বিএনপি'র বিশাল জনসভা অনুষ্ঠিত

মোঃ আবুল বাসার সাইফুল ক্রাইম রিপোর্টার।

জুলাই-আগষ্ট/২০২৪ গণঅভ্যুত্থান পরবর্তী বিএনপি’র কর্মপরিক্ল্পনা কেমন হওয়া উচিৎ,সে বিষয়ে আলোচনার জন্য যশোর জেলার শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

শনিবার(২৩ নভেম্বর/২০২৪) ইং তারিখ বিকাল ৩টায় ১১নং নিজামপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত নিজামপুর প্রাইমারী স্কুল মাঠে বিশাল জনসভার ঐ অনুষ্ঠানে মো.আব্দুস সালাম(নিজামপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও আহবায়ক কমিটি’র সদস্য,শার্শা উপজেলা বিএনপি)’র সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শার্শার গণমানুষের প্রিয় নেতা- প্রবীন রাজনীতিবীদ খায়রুজ্জামান মধু
(আহবায়ক,শার্শা উপজেলা বিএনপি)। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন নিজামপুর ইউনিয়ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-আবুল হাসান জহির(সিনিয়র যুগ্ম-আহবায়ক,শার্শা উপজেলা বিএনপি ও সভাপতি,নাভারণ ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদ)

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নুরুজ্জামান লিটন
(সাবেক সহ-সভাপতি,
যুবদল কেন্দ্রীয় কমিটি),
মো.আশরাফুল আলম বাবু(সদস্য,শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি)।

এ ছাড়াও উপস্থিত ছিলেন-
মো.আবু তাহের ভারত(সাধারণ সম্পাদক,বেনাপোল পৌর বিএনপি),মোস্তাফিজ্জোহা সেলিম(আহবায়ক,যুবদল,শার্শা উপজেলা),মো.শহিদুল ইসলাম শহীদ (যুগ্ম-আহবায়ক,যুবদল,
শার্শা উপজেলা),মো.সহিদ আলী(সাধারণ সম্পাদক,
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫)।

বিশাল ঐ সমাবেশে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ ও জুলাই-আগষ্ট/২০২৪ গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত ১৫ বছরে আ.লীগ সরকার বিএনপি’র নেতা-কর্মীদের উপর যে অমানুষিক এবং অমানবিক নির্যাতন চালিয়েছিল,আজকের এই মঞ্চ থেকে আমরা তাদের সেই অপকর্মকান্ডের প্রতি ধিক্কার জানাই। তারা বলেন,

৭১-এর ডিসেম্বরে হানাদার বাহিনী আত্মসমর্পণ করে বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর, স্বাধীন বাংলাদেশের মানুষ যেভাবে স্বাধীনতার স্বাদ উপভোগ করেছিল, একইভাবে ৫ আগস্ট/২০২৪ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ায় ঐতিহাসিক মুহূর্তটিকেও একইভাবে উপভোগ করেছে এ দেশের সাধারণ মানুষ।  ৫ আগস্টের ঐতিহাসিক সময় আমরা যত মানুষের সঙ্গে কথা বলেছি, তাঁবেদার হাসিনামুক্ত বাংলাদেশে সবার একটাই প্রতিক্রিয়া ছিল-  স্বাধীনতা ফিরে পাওয়া। আপনারা জানেন,বিগত আ.লীগ শাসন আমলে এ অঞ্চলে শেখ আফিল উদ্দিন ভূমি দখল থেকে শুরু করে এলাকার বিএনপি’র নেতা-কর্মীদের উপর অন্যায়-অত্যাচার,জুলুম-নির্যাতন চালিয়েছিল,তার জবাব আগামী নির্বাচনে জনগণ প্রতিউত্তর দিবে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন-মো.আব্দুর রউফ মন্টু(যুগ্ম আহবায়ক,নিজামপুর ইউনিয়ন বিএনপি)।

 

আরো পড়ুন।

 

http://বাংলাদেশের বসত ঘরে মিয়ানমারের ছুঁড়া গুলি।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *