বাঁশখালীর ইউএনও জেসমিন আক্তারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার পদোন্নতি জনিত বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা ২৮ নভেম্বর বিকেলে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি ও সদ্য নিয়োগপ্রাপ্ত কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন আক্তার। বাঁশখালী উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আবু সালেকের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম রিশু কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী ফাহাদ বিন মাহমুদ, উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার জসিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়ার মোহাম্মদ, নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা কোহেলিকা সরকার, বন বিভাগের ইকোপার্কের রেঞ্জ অফিসার আনিসুজ্জামান শেখ, উপ সহকারী প্রকৌশলী লিপটন ওম, বাঁশখালী প্রেসক্লাব সভাপতি শফকত হোসাইন চাটগামী, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ মুহাম্মদ শফিউল্লাহ, ডিলার জসিম উদ্দিন, সাংবাদিক প্রকাশ বড়ুয়া ও এসটি বাংলা টিভির বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ আমিনুল ইসলাম
প্রমুখ।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে বাঁশখালীর ইউএনও জেসমিন আক্তারকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়।
সততা নিষ্ঠা ন্যায়নীতি ও ইনসাফের মাধ্যমে বাঁশখালীতে দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দিতে চেষ্টা করেছিলেন ইউএনও জেসমিন আক্তার। একজন সৎ কর্মকর্তা হিসেবে অল্প সময়েই বাঁশখালীবাসীর মন জয় করেন তিনি। বদলির প্রাক্কালে ইউএনও জেসমিন আক্তার বলেন, বাঁশখালী বাসীর দোয়ার কারনে আমার পদোন্নতি হয়েছে। আমি বাঁশখালীবাসীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি ও দোয়া কামনা করছি।
আরো পড়ুন।