টাঙ্গাইলের সখিপুরে কুটুম পাগলার মেলা বন্ধের দাবিতে মতবিনিময় সভা।

টাঙ্গাইলের সখিপুরে কুটুম পাগলার মেলা বন্ধের দাবিতে মতবিনিময় সভা।

টাঙ্গাইলের সখিপুরে কুটুম পাগলার মেলা বন্ধের দাবিতে মতবিনিময় সভা।

মোঃ আঃ লতিফ মিয়া
টাংগাইল জেলা প্রতিনিধি;

টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের আদানী ভুয়াইদ গ্রামে কুটুম পাগলার মেলা স্থায়ীভাবে বন্ধের দাবিতে স্থানীয় সচেতন নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৬ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে ইন্দারজানি বাজারের তিন রাস্তার মোড়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে এবং মুফতি আসাদুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- ধলাপাড়া কলেজের প্রফেসর মোঃ মনিরুজ্জামান,মুন্সিগঞ্জ দাঃ মাদ্রাসার সুপার মোঃ আকবর হোসেন,ওলামা সংগঠনের সভাপতি মাওলানা শওকত আলী,যুব সমাজের পক্ষ থেকে আনিসুর রহমান, জোবায়ের হোসেন,শাহজালাল মেম্বার সোলায়মান, রাসেল খান,নাসির হোসেন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন সখিপুর-ঘাটাইল এর বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান। বক্তারা বলেন কাকড়াজান ইউনিয়নের আদানী ভুয়াইদ গ্রামে প্রতিবছর তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। মেলার নামে চলে শিরিকি বিদাতী কর্মকান্ড, যেমন নারী পুরুষের অবাধ মেলামেশা,অশ্লীল নৃত্য, গান বাজনা,জুয়া,গাজা,মদসহ যাবতীয় মাদকের আখড়ায় পরিণত হয়। এতে করে এলাকার যুবসমাজ মাদক ও অশ্লীলতা,কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এসময় সচেতন নাগরিক সমাজের পক্ষে মুফতি আসাদুজ্জামান জানান,এলাকার মানুষের বাধা উপেক্ষা করে এ মেলার আয়োজন করা হলে আমরা সকলের সহযোগিতায় আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।তাই স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এ মেলা বন্ধে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি

 

আরো পড়ুন।

 

http://বান্দরবান জেলার মানবতার পুলিশ সুপার অসহায় ও হতদরিদ্র দের মাঝে রাতের খাবার বিতরণ করেন।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *