সাতকানিয়ায় বসতঘরে হামলা ও ভাংচুর।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের অন্ধকারে একটি বসতঘরে হামলা, ভাংচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মির্জাখীল বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী আহমদুর রহমান লেদু (৬৫) বাদী হয়ে ১ জনের নাম উল্লেখপূর্বক ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত ব্যক্তি হলেন, রফিক আহমদ বাদশা (৫০)। তিনি একই এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মিয়ার পাড়ার এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আহমদুর রহমান লেদুর সাথে অভিযুক্ত রফিক আহমদ বাদশার দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই পরিপ্রেক্ষিতে আদালতে একটি জায়গা সংক্রান্ত মামলা দায়ের হয়। উক্ত মামলায় ২০২৩ সালে ভুক্তভোগী আহমদুর রহমান লেদু আদালতের রায় পেয়ে জায়গাটি দখলে নেন। পরবর্তীতে অভিযুক্ত বাদশা জায়গাটি দখল নিতে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। এক পর্যায়ে তিনি জায়গাটি দখল নিতে দলবল নিয়ে ওই বসতঘরে হামলা করে। হামলার পর ভাংচুর করে বসতঘরটি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়।
বাদী আহমদুর রহমান লেদু বলেন, অভিযুক্ত বাদশা দীর্ঘদিন ধরে আমাকে এবং আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। তারই প্রেক্ষিতে তিনি দলবল নিয়ে আমার বসতঘরে হামলা চালিয়েছে। এ ঘটনায় আমি প্রশাসনের নিকট সঠিক বিচারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত রফিক আহমদ বাদশার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, লেদুর বসতঘরে কে বা কারা হামলা করেছে এ বিষয়ে আমি কিছুই জানিনা। তিনি শুধু শুধু আমার উপর দায় চাপাচ্ছেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা কামাল খান বলেন, বসতঘরে হামলার ঘটনায় এক ব্যক্তি বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো পড়ুন।
http://ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় দুই মাদক ব্যাবসায়ী আটক।