বীর মুক্তিযোদ্ধা দুধু মিয়া। ৫৩ বছর আগে জীবনের মায়া ছেড়ে যুদ্ধে গিয়েছিলেন। তাঁদের বীরত্বের ফসল স্বাধীন বাংলাদেশ ভোগ করছি আমরা।
কামাল উদ্দীন জয়, উখিয়া থেকে:
বীর মুক্তিযোদ্ধা দুধু মিয়া। ৫৩বছর আগে জীবনের মায়া ছেড়ে যুদ্ধে গিয়েছিলেন। তাঁদের বীরত্বের ফসল স্বাধীন বাংলাদেশ ভোগ করছি আমরা
কিন্তু যে দুধু মিয়ার অবদানে দেশটি পেয়েছি সেই বীর মুক্তিযোদ্ধা দুধু মিয়ার কোন পরিবর্তন নেই। দীর্ঘ ৫৩ বছরেও টিন- ত্রিপলের ঘরের পরিবর্তন হয়নি দুধু মিয়ার।
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা দুধু মিয়াকে
জানালেন- তুফানে আমার মাটির ঘরটি হারিয়েছি। আরেক তুফান আসলে টিন- ত্রিপলের ঘরটিও হারিয়ে যাবে। কখন হবে আমার পাকা ঘরটি ?
তিনি জানান, ইতিমধ্যে উখিয়া উপজেলার ৬ জন বীর মুক্তিযোদ্ধার জন্য ৬ টি পাকা ঘর নির্মাণের টেন্ডার হয়ে কার্যাদেশও হয়ে গেছে।
চট্টগ্রামের ঠিকাদার নাকি এখনো কাজ শুরু করেনি। বীর মুক্তিযোদ্ধা দুধু মিয়া বলেন, এখন উনাশি বছর বয়স।
বড্ড শখ আমার একটি পাকা ঘরে ঘুমানো। রাব্বুল আলামিন কি জানি কোনটা বরাদ্দ করেছেন, পাকায় ঘুমানোর সময় আছে নাকি এর আগেই সাড়ে তিন হাতের মাটির ঘরটিতে যেতে হবে…। স্যালুট, সৎ, ন্যায় পরায়ন, নির্লোভ- নিরহংকার অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা দুধু মিয়া।
আরো পড়ুন।
http://বরিশাল মেহেন্দিগঞ্জে মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা।