টেকনাফে পুলিশের হাতে দেশীয় তৈরী শুটার গানও ১০ রাউন্ড তাজা রাইফেলের গুলি সহ  আটক-১।

টেকনাফে পুলিশের হাতে দেশীয় তৈরী শুটার গানও ১০ রাউন্ড তাজা রাইফেলের গুলি সহ  আটক-১।

টেকনাফে পুলিশের হাতে দেশীয় তৈরী শুটার গানও ১০ রাউন্ড তাজা রাইফেলের গুলি সহ  আটক-১।

শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার) ।

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় থানা পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানে ১ টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান ও ১০ রাউন্ড তাজা রাইফেলের গুলি সহ ১ জন কে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।
টেকনাফ মডেল থানা সূত্রে জানাগেছে ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ১ টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দরগাহ পাড়াস্থ ইউনিয়ন পরিষদ রোডের মাথার বটগাছ তলায় অস্থায়ী চেকপোস্ট ডিউটির জন্য টেকনাফ থানা পুলিশের এস আই বিশ্বজিৎ পালের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ টহল দল অবস্থান করে।
এ সময় রোডের পূর্বদিক হতে আসা একটি মিনি টমটমের ১ যাত্রী পুলিশের অবস্থান টের পেয়ে তার নিয়ন্ত্রণে থাকা পলিথিন মোড়ানো কি যেন একটা ফেলে দিয়ে পালানোর চেষ্টাকালে চৌকস পুলিশ টহল দল তাকে ধাওয়া করে হাতে নাতে ধরে ফেলে। এসময় পুলিশ তার দেহ তল্লাশি করে তার হাতে থাকা পলি ব্যাগে মোড়ানো ১০ রাউন্ড তাজা রাইফেলের গুলি ও তার দেখানো ফেলে দেয়া ১ টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান উদ্ধার সহ তাকে আটক করে।এ সময় পুলিশ ধৃত আসামীর নাম ঠিকানা জানতে চাইলে সে হ্নীলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পূর্ব পানখালী এলাকার নুরুল ইসলামের ছেলে আতাহারুল হক বলে স্বীকার করে। পরে তাকে অস্ত্র ওগুলি সহ থানায় নিয়ে যাওয়া হয়।
টেকনাফ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ গিয়াসউদ্দিন বলেছেন ধৃত আসামীর বিরুদ্ধে ১৮৭৮ সালে প্রণীত আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানিয়ে সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

 

আরো পড়ুন।

 

http://চাঁদপুর শাহরাস্তি খিলাবাজার বন্ধু ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *