আন্ত উপজেলার ট্যালেন্টপুল বৃত্তি পেলেন মোহাম্মদ ইব্রাহিম।
টেকনাফ উপজেলার স্বাস্থ্য-চিকিৎসা ও শিক্ষা উন্নয়নমূলক প্রতিষ্ঠান হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের ২৪তম আন্ত:উপজেলা কর্তৃক আয়োজিত বৃত্তিয় ৫ম শ্রেণীতে টেলেন্টপুল বৃত্তি পেলেন হ্নীলা ইউনিয়নের আলি খালির ব্যবসায়ী সালাহ আহমদের বড় ছেলে মোহাম্মদ ইব্রাহিম।
গত (শুক্রবার ২০ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের ২৪তম আন্ত: উপজেলা বৃত্তি পরীক্ষা হ্নীলা উচ্চ বিদ্যালয়ের হলরোমে পরিক্ষা শুরু হয়। উপজেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ের রেজিষ্ট্রেশনকৃত ১৪৪জন ছাত্র-ছাত্রীদের মধ্যে ১২১জন ছাত্র-ছাত্রী,৩০টি ইবতেদায়ী মাদ্রাসার রেজিষ্ট্রেশনকৃত ১৮৫ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে ১৭০জন ছাত্র-ছাত্রী, ১১টি হাইস্কুলের রেজিষ্ট্রেশনকৃত ৬২জনের মধ্যে ৪৯জন এবং ৯টি মাদ্রাসার রেজিষ্ট্রেশনকৃত ৬৬জনের মধ্যে ৬১জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
পরীক্ষায় হল সুপারের দায়িত্ব পালন করেন মাওলানা এসএম সাইফুল্লাহ,সদস্য সচিব হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম এবং সার্বিক নিরাপত্তা ও শৃংখলার দায়িত্বে ছিলেন গুহাফার সদস্য মাহবুব মোরশেদের নেতৃত্বে বিশেষ স্কাউট দল।
পরিক্ষা শৃঙ্খলা অনুযায়ী নিয়ম মেনে নেওয়া হয় এবং প্রকাশিত রেজাল্ট বিশ্লেষণ করলে দেখা যায়, ৫ম শ্রেণিতে উপজেলায় ৩ জনকে তাদের রেজাল্ট এর উপরে ট্যালেন্টপুল নির্বাচন করা হয়।
রেজাল্ট বিবরণ :
১.হুমাইরা সিদ্দিকা মায়িশা – প্রি- ক্যাডেট স্কুল- রোল: ১১৯ – কোড: ৭১৯ প্রাপ্ত নাম্বার:৯৬.৫।
২.মোহাম্মদ ইব্রাহিম – প্রি- ক্যাডেট স্কুল- রোল: ২১৪ – কোড: ৬১৯ প্রাপ্ত নাম্বার :৯৪.৫।
৩.তাকিয়া খানম- হ্নীলা আলফালাহ একাডেমি – রোল:২০১ – কোড:৬৯৯ প্রাপ্ত নাম্বার :৯২.৫।
আরো পড়ুন।