সাংবাদিক জাহাঙ্গীর আলম অপহরণের পর নির্যাতন, মুক্তিপণের বিনিময়ে মুক্তি।
গত (২২ ডিসেম্বর) রবিবার রাতে চট্টগ্রামের চন্দনাইশে দৈনিক সকালের শিরোনাম পত্রিকার প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম একদল দুর্বৃত্তের হাতে অপহরণের শিকার হয়েছেন। দুর্বৃত্তরা তাকে স্থানীয় এলাকায় নিয়ে গিয়ে অমানুষিক শারীরিক নির্যাতন চালায়। জানা যায়, রাত সাড়ে এগারোটার সময় চন্দনাইশের স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে এই ঘটনা চট্টগ্রাম মহানগরীর সাংবাদিকরা জানতে পারেন। এরপর সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। চট্টগ্রামের সাংবাদিকরা দ্রুত চন্দনাইশ থানার ওসি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে বারবার যোগাযোগ করতে থাকেন। একই সঙ্গে ভুক্তভোগীর অবস্থান শনাক্তের জন্য তার মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে দুর্বৃত্তরা মুঠোফোনে জাহাঙ্গীর আলমকে শেখানো কথা বলার জন্য মারধর করে বাধ্য করে। অবশেষে, দীর্ঘ চাপ ও প্রচেষ্টার পর রাত ১২:৩৫ মিনিটে ১৫ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে ভুক্তভোগীকে ছেড়ে দেওয়া হয়। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম এ বিষয়ে থানায় তাৎক্ষণিক যোগাযোগ করলে থানার অফিসার ইনচার্জ (ওসি) তাকে সকালবেলা থানায় যেতে বলেন।
চন্দনাইশ থানার ওসি এ প্রসঙ্গে বলেন, “ঘটনার বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি। দোষীদের আইনের আওতায় আনার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
সাংবাদিক সমাজ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা পালন করা উচিত। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তারা।
আরো পড়ুন।