অবৈধ অস্ত্র উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ও যৌথবাহিনীর অভিযান পরিচালনা করার দাবী স্থানীয়দের
শামসুল আলম শারেক টেকনাফ( কক্সবাজার) প্রতিনিধি।
দেশের সরকার ব্যবস্থা পরিবর্তনের পর সারাদেশে দুর্নীতিবাজ,সন্ত্রাসী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী অভিযান পরিচালনা করছে।
এই অভিযানের ক্ষেত্রে বিশেষ করে কক্সবাজার জেলায় যেখানে রোহিঙ্গা আশ্রয় শিবির গুলো রয়েছে সেখানে স্থানীয় গ্রামবাসীদের অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি রোহিঙ্গাদের অবৈধ অস্ত্র
উদ্ধারের প্রতিও বিশেষ ভাবে নজর দিতে হবে বলে
অভিযোগ তুলেছে স্থানীয়রা।
তা নাহলে চলমান যৌথবাহিনীর অভিযান বন্ধ হয়ে গেলে রোহিঙ্গাদের হাতে থাকা এই অবৈধ অস্ত্র গুলো স্থানীয়দের জন্য বিপদজনক হয়ে দাঁড়াবে বলে বিশ্লেষক মহল মনে করেছেন।
যেখনানে এখনো অপহরণ,মাদক,ডাকাতি,ও খুন রাহাজানির মত ঘটনা চলমান রয়েছে সেখানে যৌথবাহনীর অভিযানের ফলে যদি শুধু স্থানীয়রা ধরাশায়ী হয়ে যায় এবং রোহিঙ্গারা অক্ষত থাকে তাহলে ভবিষ্যতে যৌথবাহিনীর অভিযান বন্ধ হয়ে গেলে রোহিঙ্গারা স্থানীয়দের তোয়াক্কাই করবেনা,
বর্তমানে কক্সবাজায় জেলায় স্থানীয়দের চেয়ে ৩ গুন বেশী রোহিঙ্গা নাগরিকদের বসবাস, এব্যাপারে আগে থেকে সজাগ দৃষ্টি না রাখলে অদুর ভবিষ্যতে রোহিঙ্গারা কক্সবাজার তথা স্থানীয়দের জন্য বিশাল একটা হুমকি হয়ে দাঁড়াবে।
তাই যৌথবাহিনীর চলমান এই অভিযানে উভয় পক্ষের সন্ত্রাসীদের আইনের আওতায় এনে তাদের সব অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য জোর দাবী জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক ও এলাকাবাসী।
আরো পড়ুন।