বন্দর সেলসারদী দালাল বাড়ীর দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে চাচা আঃ মোতালেব নতুন করে আবারো সালিশি ব্যবস্থা করে।
মোঃ কাদির স্টাফ রিপোটার
বন্দর উপজেলা সেলসারদী দালাল বাড়ির আব্দুল মোতালিব গত কয়েকদিন আগে ভাতিজা উজ্জ্বল এর নামে নারায়ণগঞ্জ বিএনপি নেতা এডভোকেট সাখাওয়াত হোসেন কাছে একটি অভিযোগ দায়ী করেন অভিযোগে বলা হয় আমার ভাতিজা উজ্জ্বল আমার কিছু জায়গার সম্পত্তি ভোগ দখল করে রেখেছে পরবর্তীতে এডভোকেট সাখাওয়াত হোসেন বন্দরের এক বিএনপির নেতার মাধ্যমে উজ্জল কে কাগজপত্র নিয়ে সরজমিনে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন তখন উজ্জ্বল সরাসরি এডভোকেটের নির্দেশনা পেয়ে উপস্থিত হন তারপর কাগজপত্র যাচাই-বাছাই করে দেখলেন উজ্জল এর কাগজপত্র রাইট আছে এখন ওই বিএনপি নেতাকে এডভোকেট বলেন মোতালেব ও উজ্জ্বলকে নিয়ে এই বিষয়টা সুস্থ সমতা করে দিবা ১৫/৯/ সন্ধ্যায় সুরুজ্জামান টাওয়ারের তৃতীয় তলায় দুই পক্ষকে নিয়ে একটি সালিশি বৈঠক হয় উক্ত বৈঠক কে মান্য গুণ্য শালিশদারের মাধ্যমে সালিশি ব্যবস্থা শুরু হয় দুই পক্ষের কাগজপত্র যাচাই-বাছাই করে দেখলো উজ্জল এর কাগজপত্র রাইট আছে কিন্তু চাচা মোতালিবের কাগজপত্রের মধ্যে এবং দাগের মধ্যে অনেক বড় সমস্যা আছে এখন উপস্থিত সালিশদারের মাধ্যমে এক পর্যায়ে কথা কাটাকাটি হয় এখন আব্দুল মোতালিব বলেছেন আমার ভাইয়ের কোন সন্তানাদি ছিলেন না উজ্জ্বলকে উজ্জলকে আমি চিনি না তখন উপস্থিত শালিশি বৈঠকের মধ্যমে আবারো হট্টগোল শুরু হয় পরবর্তী উজ্জ্বল বলে যখন আমার চাচা নাই কার সাথে বৈঠকে বসবো এই বলিয়াও উজ্জ্বল বৈঠক ত্যাগ করেন উজ্জ্বল আরো বলেছেন আমি সালিশ ব্যবস্থা মানছিলাম আমি এডভোকেট সাখাওয়াত ভাই কে শ্রদ্ধা করলাম কিন্তু মোতালিব এডভোকেট সাখাওয়াতের কাছে বিচার দিয়েও সে বিচারকে অমান্য করেছে উপস্থিত বিচারকগণ তারাই মোতালেবের আচার ব্যবহারে ক্ষিপ্ত হয়েছেন পরবর্তী আব্দুল মোতালেব আমাকে বিএনপি’র ভয় ভিত্তিক দেখায় আমাকে হুমকি দুমকি দিয়ে সালিশি বৈঠকের স্থান ত্যাগ করেন এরপর আব্দুল মোতালিব বলেন কিছু সালিশদার কে উজ্জ্বলকে বলেন আমার সকল মামলা তুলে দিত তখন এক অংশের সালিশদার বলেছেন আপনি কি জন্য এসেছেন আর কি বলতেছেন আপনার কথা বুঝি না এই ২ পক্ষ দুই দিকে চলে যায়
আরো পড়ুন।
http://রূপগঞ্জে কলেজ ছাত্র জিসান হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন