খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়ি, প্রতিনিধি।

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় শান্তি শৃঙ্খলা রক্ষায় সম্প্রতি সমাবেশ অনুস্ঠিত হয়েছে।

২৪ সেপ্টেম্বর দুপুর ১২.০০ ঘটিকায় মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা পৌরসভাস্থ চৌধুরী কমিউনিটি সেন্টারে জনাব মোঃ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মাটিরাঙ্গা’র সভাপতিত্বে মাটিরাঙ্গা উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে মাটিরাঙ্গা উপজেলায় শান্তি ও সম্প্রীতির লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সহিদুজ্জামান, জেলা প্রশাসক, খাগড়াছড়ি পার্বত্য জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরেফিন জুয়েল, পুলিশ সুপার, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

এছাড়াও জনাব আবু জাফর মোঃ সালেহ সিনিয়র সহকারী পুলিশ সুপার মাটিরাঙ্গা সার্কেল, জনাব কমল কৃষ্ণ ধর, অফিসার ইনচার্জ মাটিরাঙ্গা থানা, জনাব আবু ইউসুফ চৌধুরী, সাবেক মেয়র মাটিরাঙ্গা পৌরসভা, জনাব মোঃ নাছির আহম্মদ চৌধুরী,সাবেক চেয়ারম্যান মাটিরাঙ্গা উপজেলা, জনাব মনিন্দ্র কিশোর ত্রিপুরা, সাবেক সদস্য, পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি, জনাব মোঃ তাজুল ইসলাম (তাজু), সাবেক চেয়ারম্যান, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ, জনাব হাফেজ ফয়জুল্লা, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাটিরাঙ্গা সহ রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ, মাটিরাঙ্গা থানাধীন বিভিন্ন পাড়ার কারবারি, হেডম্যান, মন্দিরের পুরোহিত, মসজিদের খতিব, শিক্ষক, ছাত্রছাত্রীসহ উপস্থিত ছিলেন।

সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন গত ১৮/০৯/২০২৪খ্রি. খাগড়াছড়িতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি এবং গুজব মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে । যেকোনো ঘটনায় আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

 

আরো পড়ুন।

 

http://পঙ্গুত্বের আশঙ্কায় দিন কাটছে ইন্দুরকানী দিনমজুর বেল্লালের

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *