ভারতে মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে ডোমারে বিক্ষোভ মিছিল

ভারতে মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে ডোমারে বিক্ষোভ মিছিল

ভারতে মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে ডোমারে বিক্ষোভ মিছিল

 

মোঃ আবুল বাসার সাইফুল ক্রাইম রিপোর্টার

প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন নীলফামারীর ডোমার উপজেলার সর্বস্তরের মসলিম জনগন ও সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার(১ অক্টোবর) সকালে উপজেলা শহরের বাটার মোড় থেকে এ মিছিল শুরু করে সর্বস্তরের মসলিম জনগন ও সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ রেল গেট সংলগ্ন রুবেল চত্তরে এসে শেষ হয়।
এ সময় তারা ‘বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান’, নারায়ে তাকবির আল্লাহু আকবার’, ‘বিজেপির দালালেরা হুঁশিয়ার সাবধান’- এমন নানা স্লোগান দেন।

এ সময় উপস্থিত ছিলেন-ডোমার উপজেলা জামায়াতের সেক্রেটারী হাফেজ আব্দুল হক, ডোমার ইসলামীয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা আব্দুল খালেক, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মাহমুদ বিন আলম, শ্রমিক নেতা আবু বকর সিদ্দিক, পৌরসভার জামায়াতের সেক্রেটারী মো. সোহেল রানা, ডোমার রেলস্টেশন মসজিদের খতিব মাওলানা কামরুল ইসলাম আরেফী, অর্নব আহমেদ আলিফ।

মিছিল শেষ বক্তব্যে বক্তারা বলেন, ভারতের এক কুলাঙ্গার আমাদের নবীকে (সা.) নিয়ে কটূক্তি করেছে। আমরা এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যকে ধিক্কার জানাই। যারা নবী (স.) ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে আমরা তার প্রতিবাদ জানাই। আগামীতেও বাংলাদেশের ভেতরে ও বাইরে যারা এ ধরনের কটূক্তি করবে আমরা তাদের প্রতিহত করব। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই, সরকার রাষ্ট্রীয়ভাবে এর নিন্দা জানাক।

 

আরো পড়ুন। http://খাগড়াছড়িতে সংঘাতের জেরে সহিংসতা ও নাশকতা রোধে ১৪৪ ধারা জারি

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *