কালিহাতীতে জয়কালী মন্দিরের রাস্তার কাজ উদ্বোধন গৌরাঙ্গ বিশ্বাস,

কালিহাতীতে জয়কালী মন্দিরের রাস্তার কাজ উদ্বোধন
গৌরাঙ্গ বিশ্বাস,

কালিহাতীতে জয়কালী মন্দিরের রাস্তার কাজ উদ্বোধন
গৌরাঙ্গ বিশ্বাস,

বিশেষ প্রতিনিধি

 

টাঙ্গাইলের কালিহাতী কেন্দ্রীয় জয়কালী মন্দির টু ধোপাবাড়ি পর্যন্ত রাস্তার কাজ চরাই উৎরাই পর অবশেষে শুরু হয়েছে।
পহেলা অক্টোবর সকাল দশটায় কালিহাতী পৌর সভার সদরের গুরুত্বপূর্ণ রাস্তাটি কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার,,,, নিদের্শে পৌরসভার কনসালটেন্ট সমর বড়ুয়া উদ্বোধন করেন।

স্থানীয়রা জানায়, সাধারন মানুষের প্রত্যাশা পূরণ হলো

কালিহাতী সদর হাসপাতাল রোড় থেকে কালিহাতী কেন্দ্রীয় জয় কালি মন্দির হয়ে ধোপাবাড়ী পর্যন্ত রাস্তাটি কালিহাতী কাচাবাজার, কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয়ে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে।

কালিহাতী পৌরসভার সহকারী প্রকৌশলী মোশাররফ হোসেন জানিয়েছেন যে, টাঙ্গাইল জেলার দশটি পৌর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে এটি নির্মাণ করা হচ্ছে। যা এলাকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ন একটি রাস্তা হলো ।

পৌরসভার কনসালটেন্ট সমর বড়ুয়া জানান, টাঙ্গাইল দশ টি পৌরসভার প্রকল্পের মধ্যে কালিহাতী পৌর সভার এটি একটি। এই প্রকল্পটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে বাস্তবায়ধীন বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থানায়নের একটি প্রকল্প। এ প্রকল্পের অধীনে কালিহাতী পৌরসভায় এগারো টি প্যাকেজের অধীনে তেত্রিশ টি রাস্তার কাজ চলমান। অত্র প্রকল্পে কালিহাতীতে মোট বরাদ্দ প্রায় বাইশ কোটি টাকা। তারমধ্যে এ রাস্তাটি দুইশত পন্চান্য মিটার দৈর্ঘ্য একটি আরসিসি রাস্তা। সাথে ১শ একান্ন মিটার ড্রেনেজ স্লাপ আছে। এই রাস্তায় মোট বরাদ্দ প্রায় পন্চান্য লাখ টাকা। রাস্তাটি সম্পন্ন হলে এলাকার মানুষ চলাচলে সুবিধা ও সস্তি পাবে বলে আশা করছি।

 

আরো পড়ুন।

 

http://খাগড়াছড়ির দিঘিনালায় তিন পর্যটক অপহরণ পঞ্চাশ লক্ষ্য টাকা চাঁদা দাবি পুলিশের তৎপরতায় উদ্ধার

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *