Hope For Children ছোটবাড়ি প্রোগ্রাম এর আয়োজনে বিনামূল্যে সার, বীজ বিতরণ।
নুরুল ইসলাম (টুকু)
জেলা প্রতিনিধি,খাগড়াছড়ি।
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেন ছোটবাড়ি প্রোগ্রাম এর আয়োজনে ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের সার,বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর )২০২৪ ইং খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নে মারমা সংসদ এলাকায় হোপফর চিলড্রেন এর অফিসে সকাল ১০ ঘটিকা থেকে এ অনুষ্টান শুরু হয়।
ডিকন কিনারাম ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, লাল কমল চাকমা।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, রেভা. ফাদার লালসাং লিয়ান বম, বিলিভার্স ইষ্টার্ন চার্চ, খাগড়াছড়ি, ডায়োসিস।
এতে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিকন শরৎ ত্রিপুরা, বিলিভার্স ইষ্টার্ন চার্চ, খাগড়াছড়ি, ডায়োসিস।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি নিয়ে কাজ করছে।বাংলাদেশ কৃষি নির্ভর একটি দেশ। বাংলাদেশের সার্বিক উন্নয়নে কৃষির ভুমিকা অপরিসীম। যত বেশি বিভিন্ন রকমের শশ্য উৎপাদন করা যাতে ততোবেশি দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে।হোপ ফর চিলড্রেন কৃষকদের মাঝে যে সার , বীজ বিতরণের উদ্যোগ নিয়েছেন এটা খুবই ভালো। তিনি উপস্থিত কৃষকদের চাষাবাদের বিভিন্ন বিষয় নিয়ে নির্দেশনামুলক আলোচনা করেন।
গেস্ট অব অনার রেভা. ফাদার লালসাং লিয়ান বম বলেন শুধুমাত্র সারের উপর নির্ভর না থেকে জৈবসার ব্যবহারে অগ্রহী হতে হবে, জৈব সার সহজলভ্য, এতে খরচ নাই বললেই চলে প্রায় প্রত্যেক কৃষকদের বাড়িতে পাওয়া যায়, জৈব সারে উপকরী সকল প্রকার উপাদান রয়েছে।
এসময় বিভিন্ন এলাকার প্রায় ৫০ জন কৃষকের মাঝে শশা বীজ,লাউ বীজ,করলা বীজ,লাল শাক বীজ,বরবটি বীজ,ভিটামিন, কীটনাশক পটাশ, টিএসপি সারসহ কৃষি সহায়ক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
কৃসি সহায়ক এসব সামগ্রী পেয়ে কৃষকদের মুখে ছিলো হাসি, তারা বলেন বিভিন্ন শাক সবজি উৎপাদনে সার সহায়ক ভুমিকা পালন করবে। এবং প্রাপ্ত বীজ দিয়ে আগের চেয়েও অনেক বেশি শাক- সবজি উৎপাদন করতে পারবে।
এসময় আরো ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিগন,সাংবাদিকসহ হোপফর চিলড্রেন ছোটবাড়ি প্রোগ্রাম এর সোস্যাল ওয়ার্কার তপন বিকাশ ত্রিপুরা, খগেশ্বর ত্রিপুরা ও মেরি মায়া ত্রিপুরা।