“এক ডোজ এইচপিভি টিকা নিন-জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালীতে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন ২০২৪ এর শুভ উদ্বোধন।
মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।
এক ডোজ এইচপিভি টিকা নিন-জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালীতে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলার চৌকস নির্বাহী কর্মকর্তা জনাব জেসমিন আক্তার। সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সব্যসাচী নাথ, আরো উপস্থিত ছিলেন,বাঁশখালী থানার চৌকস পুলিশ অফিসার ইনচার্জ সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন এর মাধ্যমে বাঁশখালীতে চিকিৎসা সেবায় একধাপ এগিয়ে গেছে, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসা সেবাকে একটি সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আরো পড়ুন।
http://সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।