কালিহাতীতে ইউএনওর বদলি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি, কালিহাতী ( টাঙ্গাইল)
টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইনের বদলি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলার সর্বস্তরের জনগণ।
২৫ আগস্ট রবিবার সকালে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং উপজেলার মুক্তিযোদ্ধারাসহ সর্বস্তরের জনগণ এই কর্মসূচিতে অংশ নেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভে পরিণত হয়।
ইউএনও শাহাদাত হুসেইনের জনপ্রিয়তা ও কার্যক্রমের কারণে এলাকাবাসী তাকে তাদের এলাকায় রাখতে চায়। এজন্য তার বদলি প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়েছে। জনসমর্থনপ্রাপ্ত কর্মকর্তার বদলির বিষয়ে প্রশ্ন উঠলে স্থানীয় জনগণ এই ধরনের কর্মসূচির মাধ্যমে তাদের অসন্তোষ প্রকাশ করে।
আরো পড়ুন
http://চাঁদপুর শাহরাস্তিতে বন্যার্তদের মাঝে রোমান্স উইমেন কেয়ারের খাদ্য সামগ্রি বিতরণ