কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান বদর উদ্দিন গ্রেপ্তার।
মোঃ আবুল বাসার সাইফুল ক্রাইম রিপোর্টার।
কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. বদর উদ্দিনকে (৫৯) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।গ্রেপ্তার বদর উদ্দিন কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
র্যাব সূত্র জানায়, গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা হয়। এতে অনেকে গুরুতর আহত হন। এ ঘটনায় কামরুল ইসলাম বাদী হয়ে গত ১৬ অক্টোবর কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার আসামি হিসেবে র্যাব তাকে গ্রেপ্তার করেছে। পরে তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরো পড়ুন।
http://কক্সবাজার পর্যটন শহর হোটেল মোটেল জোন এর মাদক সম্রাট রাসেলের দৌড়াত্ব দিন দিন বেড়েই চলছে।