খাগড়াছড়িতে তথ্য মেলা ২০২৪ অনুষ্ঠিত।
নুরুল ইসলাম টুকু
খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়িতে তথ্য মেলা ২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির আয়োজনে খাগড়াছড়িতে পৌর টাউন হল এ তথ্য মেলা আয়োজন করা হয়েছে।এ উপলক্ষ্যে জেলার সরকারি ও বেসরকারি দপ্তরের অংশগ্রহণে ৩০ টি স্ট্রলে সাজানো হয়েছে।
বুধবার ২৭ নভেম্বর সকালে পৌর টাউন হলে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। পরে পৌর টাউন হল থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি বেলা রানী দাশ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা তথ্য কর্মকর্তা বেলায়েত হোসেন, সিনিয়র সনাক সদস্য মধু মঙ্গল চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জহুরুল আলম সহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় তথ্য মেলার বিশেষ আয়োজনে ডিসপ্লে প্রদর্শনীর মাধ্যমে তথ্য প্রদর্শন ও অতিথির বক্তব্যের মাধ্যমে কিভাবে তথ্য সেবার নিশ্চিত করতে পারে সে বিষয়টি গরুত্বসহকারে আলোকপাত করা হয়।
আরো পড়ুন।
http://রুহিয়া উচ্চ বিদ্যালয়ে সাত,জন শিক্ষক ও কর্মচারী বিদায় সংবর্ধন