চাঁদপুর শাহরাস্তিতে বন্যার্তদের মাঝে রোমান্স উইমেন কেয়ারের খাদ্য সামগ্রি বিতরণ

চাঁদপুর শাহরাস্তিতে বন্যার্তদের মাঝে রোমান্স উইমেন কেয়ারের খাদ্য সামগ্রি বিতরণ

চাঁদপুর শাহরাস্তিতে বন্যার্তদের মাঝে রোমান্স উইমেন কেয়ারের খাদ্য সামগ্রি বিতরণ

জসিম উদ্দিনঃ

চাঁদপুরের শাহরাস্তিতে বন্যা কবলিত এলাকায় অসহায় ও গরিব মানুষের মাঝে খাদ্য সামগ্রি ও ঔষধ বিতরণ করেছেন জয়িতা পুরষ্কার প্রাপ্ত নারী উদ্যোক্তা, শাহরাস্তি প্রেসক্লাবের একমাত্র নারী সদস্য ও রোমান্স উইমেন কেয়ারের স্বত্বাধিকারী রোমানা রুমকি।
শনিবার (২৪ আগষ্ট) বিকেলে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ঘুঘুরচপ গ্রামে বন্যার্ত মানুষের কাছে উপহার হিসেবে এসব খাদ্যসামগ্রী ও ঔষধ পৌঁছে দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের কার্যকরী সদস্য ফয়েজ আহমেদ, সদস্য হাসান আহমেদ বাবলু, আহসান হাবিব পাটওয়ারী প্রমুখ।

খাদ্য সামগ্রিক বিতরণ শেষে এক সাক্ষাৎকারে এ নারী উদ্যোক্তা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে বন্যার্তদের জন্য উপহার হিসেবে নিজ উদ্যোগে তিনি এ আয়োজন করেছেন।
এছাড়া তিনি বিগত করোনা কালীন সময়েও মানুষের পাশে ছিলেন। তিনি আরও জানান এটি একটি অরাজনৈতিক উদ্যোগ। শুধুমাত্র নিজ দায়িত্ববোধ থেকে মানুষের পাশে থাকার জন্য এ প্রয়াস।

আরো পড়ুন।

 

http://টেকনাফে বিজিবি’র অভিযানে আইস জব্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *