টাঙ্গাইলের সখিপুরে স্কুল শিক্ষকের আত্মহত্যার প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন।
মোঃ আঃ লতিফ মিয়া
টাঙ্গাইল জেলা প্রতিনিধি;
টাঙ্গাইলের সখিপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরুল ইসলামএর আত্মহত্যার প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন।
৬ নভেম্বর (বুধবার) বিকেল ৪টায় সখিপুর প্রেসক্লাবের সামনে রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এতে বক্তরা হত্যায় প্ররোচনাকারিদের ৭২ ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান। ৭২ ঘন্টার মধ্যে কোন আসামী গ্রেফতার না হলে বড় ধরনের কর্মসূচি হাতে নিবেন বলে বক্তারা জানিয়েছে। আগামী রবিবার থেকে ১৪৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কালো ব্যাচ ধারণ করবে বলে তারা প্রাথমিক কর্মসুচি দিয়েছেন। সখিপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি খোরশেদ জাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিটুর সঞ্চালনায় বক্তব্য রাখেন নাজমুল তালুকদার, সায়েম সাইফুল, আনোয়ার কবির, মোশারফ হোসেন, জাহানারা বেগম প্রমূখ। এ সময় উপজেলার প্রায় ৪-৫শত শিক্ষক উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, মঙ্গলবার (৫ নভেম্বর) উপজেলার দাড়িপাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম ফাঁসিতে ঝুলে মৃত্যুবরণ করে।
আরো পড়ুন।
http://বাঁশখালীতে মামার বাড়ির পিছন থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার!