টি সি বি কার্ড ও পন্য বিতরনে অনিয়মের অভিযোগ।
মোঃ শফিকুল ইসলাম
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদে অদ্য ০১ /১০ /২০২৪ ইং তারিখ টি সি বির পন্য ন্যায্য মুল্যে বিতরন করা হয়। সকাল দশটা থেকে শুরু হয়ে বিকাল পাঁচটা পর্যন্ত বিতরন করা হয় তবে সকাল থেকে বিকাল তিনটা পর্যন্ত কোন ইউ পি সদস্য দের দেখা যায়নি। বেলা এগারো টার দিকে প্যানেল চেয়ারম্যান জনাব তাহেরুল ইসলাম দেখা গেলে দ্রুত স্থান ত্যাগ করেন তিনি। ঘুরে দেখা যায় ইউ পি সদস্যগন পুরনো সব কার্ড বাতিল করে নতুন করে কার্ড বিতরন করেন এতে পরিবর্তন করা হয় অনেক কার্ড। কার্ড ধারী অনেক ব্যাক্তি পন্য না পেয়ে ক্ষিপ্ত হয়ে চলে যায়। ৩ নং ওয়ার্ডের ভুক্তভোগী মোঃ আরজু বলেন আমি দীর্ঘদিন যাবত টি সি বি পন্য ক্রয় করে আসিতেছি আজ হঠাৎ করে আমার কার্ড কে বাতিল করলো আমি পরিষদে এসে শুনি আমার কার্ড বাতিল হয়েছে। ৫ নং ওয়ার্ডের ভুক্তভোগী রুস্তম আলী জানায় আমি ব্যাক্তিগত কাজে বাইরে ছিলাম বেলা তিনটায় আমি পন্য নিতে এলে আমি জানতে পারি পুরাতন কার্ড বাতিল করে নতুন কার্ড তৈরী করা হয়েছে। কিন্তু আমি কোন নতুন কার্ড পাইনি। এক নং ওয়ার্ডে কিছু কার্ড যাচাই করতে গেলে দেখা যায় কার্ড নাম্বার নাই NID নাম্বার নাই। ইউ পি সদস্য জনাব সোনা মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন তারাহুরা করে কাজ করার কারনে ভুল হয়েছে পরবর্তীতে এগুলো সংশোধন করা হবে।
আরো পড়ুন।
http://খাগড়াছড়িতে আবারও সাম্প্রদায়িক দাঙ্গায় উত্তপ্ত