টেকনাফের হ্নীলায় বনবিভাগ ও সওজের জমি দখল করে মার্কেট নির্মাণ, সংশ্লিষ্টরা প্রশাসন নিরব।
শামসুল আলম শারেক টেকনাফ ( কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফের হ্নীলা মৌলভীবাজারে বনবিভাগ এবং সড়ক ও জনপথ বিভাগের একোয়ার ভুক্ত সরকারী জমি দখল করে একপ্রভাবশালী ব্যক্তি দু’ তালা বিশিষ্ট মার্কেট নির্মাণ করছে বলে এলাকাবাসী সূত্রে মৌখিক অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি খতিয়ে দেখার জন্য সরেজমিনে গিয়ে পাওয়া গেছে তার আসল চিত্র।
নামপ্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি বলেছেন মৌলভীবাজার ১ নংওয়ার্ড আলীআকবর পাড়া এলাকার দুদুমিয়ার ছেলে নুরুল আমিন
দীর্ঘদিন ধরে বন বিভাগের খতিয়ান নং১১ এর ১৩১৮ দাগ,ও সড়ক ও জনপথ বিভাগের খতিয়ানং ১৫ এর ১৩১৭ দাগাদির আন্দরে ২০ শতক জমি দখল করে মারর্কেট নির্মাণ করে আসলে ও সংশ্লিষ্ট প্রশাসন রহস্যজনক কারণে নিরব থাকায় এলাকাবাসীর মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাদিয়েছে।
তারা বলেছেন এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্ম কর্তাদের একাধিকবার অবহিত করার পরও তাদের কোন টনক নড়ছেনা বলে জানান তারা।
এব্যাপারে অভিযুক্ত নুরুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আজ থেকে ২২ বছর আগে থেকে আমার এই মার্কেটের ১ম তলার কাজ করেছি, জমি গুলো মূলত আমার আত্নীয় স্বজনের নামে, যা জরিপের সময় ভুলবশত বন বিভাগ ও সওজের নামে খতিয়ান সৃজন হয়েছে। আমি তাদের সাথে কথা বলে সংশোধনী মামলা করেছি।
বর্তমানে আদালতে মামলা চলমান রয়েছে।
এ ব্যাপারে টেকনাফ বন বিভাগের এসিএফ মনিরুলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি একাধিক জনের কাছ থেকে শুনেছি তবে সড়ক ও জন পথ বিভাগের সাথে কথা বলে খতিয়ে দেখা হবে বলে জানান।
আরো পড়ুন।
http://চকরিয়ায় চিংড়ি ঘেরে যুবক গুলিবিদ্ধ।