ফোন করে ডেকে নিয়ে টেকনাফে যুবককে হত্যার অভিযোগ এক যুবদল নেতার বিরুদ্ধে।
শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার)।
কক্সবাজারের টেকনাফে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুর রহমান নামে এক যুবককে গুলি করেছে হত্যার অভিযোগ ওঠেছে স্থানীয় যুবদল নেতা জাকারিয়া ও জাহেদ গ্যাংদের বিরুদ্ধে। টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের আহবায়ক (দক্ষিণ) মুহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে গুলি করে হত্যা হয় বলে জানা গেছে।
নিহত যুবক (৩০) উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়ার বাসিন্দা মৃত আব্দুস সালামের ছেলে।
রবিবার রাত আনুমানিক ১০ টারদিকে ফোন করে ডেকে নিয়ে আব্দুর রহমানকে গুলি করে হত্যা করা হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,স্থানীয় বদি আলমের সাথে নিহত আব্দুর রহমানের মশকারা থেকে কথা-কাটাকাটি হয়। এরপরে নিহত যুবক বাড়িতে চলে যায়। পরে ফোন করে পুনরায় ডেকে এনে যুবদল নেতা জাকারিয়ার নেতৃত্বে আব্দুর রহমানকে গুলি করে এবং দা দিয়ে কুপিয়েছে। গুলির আওয়াজ শুনে স্থানীয় জনতা জড়ো হলে ঘাটকতরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ আব্দুর রহমানকে হাসপাতালের নেওয়ার পথে মৃত্যু বরণ করেন। মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি মেম্বার বাদশাহ।
নিহত আব্দুর রহমানের বোন নুর ফাতেমা বলেন,আমার ভাইকে ফোন করে ডেকে নিয়ে
আজগর আলীর ছেলে জাকারিয়া,অলী আহমদ এর ছেলে জাহেদ হোসেন, চৌকিদার নজির আহমদের ছেলে বদি আলম, নজির আহমদের ছেলে সাদ্দাম, তারেকসহ অনেকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে । যুবদলের নেতা জাকারিয়ার নেতৃত্বে আমার ভাইকে হত্যা করা হয়। আমরা খুনিদের ফাঁসি চাই।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন,পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠাইছে এবং আসামি গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
আরো পড়ুন।
http://কক্সবাজার পর্যটন শহর হোটেল মোটেল জোন এর মাদক সম্রাট রাসেলের দৌড়াত্ব দিন দিন বেড়েই চলছে।