বান্দরবান লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের একমাত্র কানেক্টিং সড়কটির বেহাল দশা।

বান্দরবান লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের একমাত্র কানেক্টিং সড়কটির বেহাল দশা।

বান্দরবান লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের একমাত্র কানেক্টিং সড়কটির বেহাল দশা।

মোহাম্মদ আলমগীর লামা প্রতিনিধি :-

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলাধিন ফাঁসিয়া খালী ইউনিয়নের বামহাতি ছড়া, ডান হাতির ছড়া ৩, ৫,৬ নং ওয়ার্ডের একমাত্র চলাচলের কানেক্টিং সড়কের বেহাল দশা জন দুর্ভোগ চরমে।
গত বর্ষা মৌসুমে প্রবল বর্ষানে ফলে এ রাস্তাটির দু’পাশ ভেঙে গিয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে ।
যার ফলে এ এলাকার লোকজন তাদের নিত্যদিনের প্রয়োজনীয় বাজার ইত্যাদি সয়দা ক্রয় করিতে ব্যাঘাতের শিকার হচ্ছে। এলাকাবাসী এসকল সমস্যা রোধকল্পে এই কানেক্টিং সড়কের পাস ভেঙ্গে যাওয়া স্থানে গাইডওয়াল নির্মাণ করে এই সমস্যা রোধ করা সম্ভব বলে মন্তব্য করেন ।
দুর্ভোগ ভুক্তভোগী এলাকাবাসী এ সমস্যা রোধকল্পে সড়কটির সংস্কার কাজের জন্য বান্দরবান জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেন।

 

আরো পড়ুন।

 

http://সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *