বান্দরবানে উৎযাপিত হচ্ছে সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজা।
বান্দরবান প্রতিনিধি উৎসব দে আবির।
সনাতনী ধর্মাম্বলীদের অন্যতম প্রধান ধর্মীয় পুজা শ্রী শ্রী শ্যামা পুজা। সকল অন্ধকার ও অশুভ শক্তির বিনাশ ঘটানোর জন্য প্রতিবছর কার্তিক মাসে ১৫ তারিখ শ্যামা পুজা অনুষ্ঠিত হয়। প্রতি বছর ন্যায় এ বছর ও বান্দরবান কেন্দ্রীয় দুর্গা মন্দির সহ বান্দরবান জেলাতে মোট ৬ টি পুজা মন্ডবে পুজা অনুষ্ঠিত হয়। পুজা মন্ডব গুলোতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গলারতি, সংগীতানুষ্ঠান সহ নানা সংস্কৃতি অনুষ্ঠিত হয়। পুজা মন্ডব গুলোতে ভক্তদের সমাগম ছিলো বেশি। পুজা উৎযাপন কমিটি সভাপতি দিলীপ কুমার নাথ ও সাধারণ সম্পাদক ভবতোষ দাশ এর সাথে কথা বলে জানা যায় বান্দরবানে ৬ টি পুজা মন্ডব এ পুজা উৎযাপিত হয় এবং মন্ডব গুলো তে ভক্ত সমাগম ছিলো বেশি। প্রশাসনের কঠোর নিরাপত্তা জোরদার করার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানান পুজা উৎযাপন কমিটি এবং ভক্তরা।
আরো পড়ুন।
http://বান্দরবানে সমাজসেবার কার্যক্রম বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হলো।