রাজীব হত্যাকান্ডে উত্তপ্ত, ১ সপ্তাহের মধ্যে আসামীদের গ্রেফতারের আশস্থ এস আই ছামছুল হকের, মহাসড়ক সচল।
শিউলি আক্তার ক্রাইম রিপোর্টার।
বন্দরে পূর্ব পরিকল্পিত ভাবে
মাদক কারবারি একটি সংঘবদ্ধ চক্র রাজিব(৩৪) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যাকান্ডের এক সপ্তাহেও গ্রেপ্তার হয়নি আসামিরা। আসামিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা- চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে গ্রামবাসী ও নিহতের পরিবার। শুক্রবার সকালে মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়েছে।
মহাসড়ক অবরোধ করে কয়েক শত গ্রামবাসী মানববন্ধনে অংশ নেওয়ায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে মামলার তদন্তকারি অফিসার এসআই ছামসুল হক উপস্থিত হয়ে আগামী এক সপ্তাহের মধ্যে আসামিদের গ্রেপ্তারের আশস্ত করলে তারা অবরোধ তুলে নিয়েছেন।
গ্রামবাসীর সঙ্গে মানববন্ধনে অংশ নেন নিহতের রাজীবের পিতা হোসেন মাতবর, বড় ভাই শফিক, ছোট ভাই রাসেল, বড় বোন পারভিন ও বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ প্রমুখ।
নিহতের বড় ভাই শফিক বলেন, গত ৯ অক্টোবর রাতে রাজীবকে মোবাইল ফোনে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে ছোটবাগ এলাকার মাদক কারবারিরা। মামলার আসামিদের পুলিশ গ্রেপ্তার করছে না বলে উল্টো আসামিরা এখন হুমকি দমকি প্রদান করে আসছে।
বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ বলেন, পুলিশ আগামী এক সপ্তাহের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করলে আবারো মহাসড়ক অবরোধ করে রাখা হবে বলে হুশিয়ারি দেন।
মামলার তদন্তকারি অফিসার এসআই ছামসুল হক বলেন, গত ৯ অক্টোবর রাতে ছোটবাগ এলাকায় রাজীব হত্যাকান্ডের ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে নিহতের পিতা হোসেন মাতবর বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আগামি এক সপ্তাহের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হবে বলে অবরোধ তুলে নেয়। তবে গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।
আরো পড়ুন।
http://টেকনাফের হোয়াইক্যংয়ে ১১বসত বাড়ি পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ৪০ লাখ টাকা।