সখিপুরে আ.লীগ পরিবারের নামে বনের একাধিক প্লট ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন।
মোঃ আঃ লতিফ মিয়া
সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
টাঙ্গাইল বনবিভাগের সখিপুর উপজেলার বহেড়াতলী রেঞ্জের সদর বিটের বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে আ.লীগ পরিবারের নামে সামাজিক বনায়নের একাধিক প্লট বরাদ্দ ও নিরীহ সাধারন লোকদের নামে মিথ্যা বন মামলা দায়েরের প্রতিবাদে শনিবার(২০অক্টোবর)সকাল সাড়ে দশটার সময় বেড়ীখোলা এলাকাবাসী মানবন্ধন করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন,আবু সামাদ.রউফ চাঁন,শফিকুল,রাসেল,হামিদুল,মাজেদা,নুরজাহান,শিল্পী,লুৎফর,নুরুল ইসলাম,সাবিনা,খোদেজা প্রমুখ। বক্তারা বলেন,বেড়ীখোলা এলাকার আজমত আলীর ছেলে হুরমুজ বনবিভাগের সাথে দালালী করে স্থানীয় আ.লীগ পরিবারের নামে ৩০/৪০টি বনবিভাগের সামাজিক বনায়নের প্লট বরাদ্দ নিয়েছে। এমনকি কিছুদিন আগে শাহেদ ও তার পিতা আজাহারের ট্রাফি- ট্রাক্টর ভর্তি শাল-গজারি গাছ বনবিভাগের লোকজন আটক করার পর তাদের নামে বন মামলা না দিয়ে বেড়ীখোলা এলাকার মাহা ফকিরের ছেলে রউফ চাঁন,নুরুল ইসলামের ছেলে রাজিব,আমির আলীর ছেলে শাহজালাল,তুলা মিয়ার ছেলে নাসির,আব্দুর রহিমের ছেলে আনোয়ারের নামে মিথ্যা বন মামলা দায়ের করে জেল খাটিয়েছে। এ বিষয়ে বেড়ীখোলা এলাকার বাসিন্দা বাচ্চু মিয়া বাদী হয়ে মিথ্যা মামলা,বনের প্লট বঞ্চিত লোকের তালিকা,পত্রিকার কাটিংসহ প্রধান বনসংরক্ষকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছে।এ ব্যাপারে বহেড়াতলী রেঞ্জ অফিসার একেএম আমিনুর রহমান বলেন, প্লটগুলো ১০/১১বছর আগে বরাদ্দ দেওয়া হয়েছে,তখন রেঞ্জ অফিসার ছিল এএইচএম এরশাদ হোসেন। আর কোন মিথ্যা মামলা দায়ের করা হয়নি,সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৬জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
আরো পড়ুন।
http://আজ লামা উপজেলার সরই ইউনিয়নে জাতীয়তাবাদী দল বিএনপি’র জন সমাবেশ অনুষ্ঠিত হয় ।