সখিপুরে স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার।
মোঃ আঃ লতিফ মিয়া
টাঙ্গাইল জেলা প্রতিনিধি;
টাঙ্গাইলের সখিপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা গ্রামের এক স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সখিপুর থানা পুলিশ।
মঙ্গলবার (৫ নভেম্বর) উপজেলার দাড়িপাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়েছে। নিহত নুরুল ইসলাম (৫৫) বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা গ্রামের ৫নং ওয়ার্ডের আমজাদ হোসেনের ছেলে। সখিপুর থানার উপ-পরিদর্শক আজিজুল হক লাশের সুরতহাল করেন। স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতের মেয়ে নিপা আক্তারের দাবি, তার বাবা অপমান সইতে না পেরে রান্না ঘরের আড়ার সাথে ঝুঁলে আত্মহত্যা করেছে। নিপা আরও জানান, গত কয়েক মাস যাবত শিক্ষক ও স্থানীয় কয়েকজন আমার বাবার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে টাকা দাবি করছিল। কিন্তু আমার বাবা অস্বীকৃতি জানালে,তারা জানায় বাবাকে স্কুলে নানাভাবে হেনস্থা করা হবে। আমার বাবার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
উল্লেখ্য :গত ২৭আগষ্ট ঐ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অভিভাবক – শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ ও মানববন্ধন করে।
এবিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ মো.জাকির হোসেন জানান,আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। তিনি আরও বলেন,রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
আরো পড়ুন।
http://হেডলাইন -সাহিত্যে জনপ্রিয়তার শীর্ষে তুলতুল।