সাতকানিয়ার মানুষকে ভুলতে পারবো না  বিদায় কালে অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান।

সাতকানিয়ার মানুষকে ভুলতে পারবো না  বিদায় কালে অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান।

সাতকানিয়ার মানুষকে ভুলতে পারবো না  বিদায় কালে অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান।

চট্টগ্রাম  সাতকানিয়া প্রতিনিধি:

পরম ভালোবাসা ও আন্তরিকতার সাথে অনুষ্ঠিত হয়েছে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান এর বিদায় সংবর্ধনা।

বুধবার (১৬ অক্টোবর ) সকাল ১১টায় সাতকানিয়া থানার হল রুমে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত মোঃ আতাউল হক চৌধুরী  সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার এস আই শাহরিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রোগ্রামার অফিসার আনোয়ার হোসেন, ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুল আলম সহ প্রমূখ।

এ সময় বক্তব্য রাখেন, এস আই খায়রুল হাসান, সাতকানিয়া সার্কেলের (স্টেনো) মোঃ আরমান উদ্দিন,কনস্টেবল এনামুল।

পুলিশ সদস্যদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন মানবিক, মেধাবী, সৎ, চৌকস, পরিশ্রমী ও দক্ষ পুলিশ সুপার হিসেবে আলোচিত হন বলে জানান তারা।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান  বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।সাতকানিয়া উপজেলার মানুষ বন্ধুত্বপ্রিয় আখ্যায়িত করে তিনি বলেন আমি যে স্থানেই চাকুরী করি না কেন এ উপজেলার মানুষকে ভুলতে পারবো না। উপজেলাবাসীর সাথে আমার আত্মার সম্পর্ক সৃষ্টি হয়েছে। যা কোন দিন মুছে যাবে না। তিনি দায়িত্ব পালনকালে উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা পেয়েছেন বলেও বক্তব্যে তুলে ধরেন। মানুষ মানুষের জন্য, সর্বদা মানুষের সেবায় কাজ করতে হবে। দেশ ও দশের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে হবে। সর্বশেষ তিনি তার পরিবার পরিজন সবার জন্য দোয়া প্রার্থনা করেন।

 

আরো পড়ুন।

 

http://বান্দরবানে নানা আয়োজনে পালিত হয় বিশ্ব হাত ধোয়া দিবস।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *