সাতক্ষীরা আশাশুনির চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামী নজরুল ইসলাম লাল্টু র্যাব কতৃক গ্রেফতার।
মোঃ আবুল বাসার সাইফুল ক্রাইম রিপোর্টার।
মৃত মোঃ জাকারিয়া সরদার (৫০) পেশায় একজন কৃষক। নজরুল এর সাথে জাকারিয়ার গ্রাম্য দলাদলী নিয়ে পুরানো শত্রুতা ছিল বলে জানাযায়। উক্ত শত্রুতার জের ধরে গত ০৮/০৯/২০২৪ তারিখ সকাল অনুমান ৯:২০ ঘটিকার সময় জাকারিয়ার চাচাতো ভাইয়ের বাড়িতে গ্রেফতারকৃত আসামীসহ এজাহারনামীয় অন্যান্য আসামীরা একত্রে মিলে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে তার চাচাতো ভাই আঃ ছালামকে মারতে তার বাড়িতে আক্রমন করে। চাচাতো ভাইয়ের ডাকচিৎকারে জাকারিয়া বাধা দিতে গেলে প্রধান আসামী মোঃ নজরুল ইসলামসহ এজাহার নামীয় অন্যান্য আসামীদের সাথে জাকারিয়ার কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয় । হাতাহাতির একপর্যায়ে আসামীরা লোহার রড ও লাঠি দিয়ে জাকারিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি পিটানো শুরু করে। যার ফলে জাকারিয়া গুরুতর আঘাত প্রাপ্ত হয় । উক্ত আঘাতের ফলে জাকারিয়া ছটফট করতে থাকলে আসামীরা ভয়ে পালিয়ে যায়। পরবর্তীতে জাকারিয়ার আপন বড় ভাই ইউনুস আলী সরদার ঘটনাস্থলে গিয়ে জাকারিয়াকে উদ্ধার করে দ্রুত আশাশুনি উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করার পর জাকারিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। জাকারিয়াকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার জাকারিয়াকে মৃত ঘোষনা করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে জাকারিয়ার এর বড় ভাই মোঃ ইউনুস আলী সরদার বাদী হয়ে আশাশুনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় গত ৪ অক্টোবর ২০২৪ ইং তারিখ র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ এবং র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এর যৌথ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি মাগুড়া জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি গত ০৪/১০/২০২৪ তারিখ রাত ১১:২৫ ঘটিকার সময় মাগুড়া জেলার সদর থানাধীন রাহাতপুর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান আসামী -মোঃ নজরুল ইসলাম (৪২), পিতা- মৃত ইমান আলী সরদার, সাং- উত্তর চাপড়া, থানা- আশাশুনি, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরা জেলার আশাশুনি থানায় হস্তান্তর করা হয়।
আরো পড়ুন।
http://ডিএমপির দারুসসালাম থানা পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪।