হ্নীলা কাজী অফিসের সামনে দিনে-দুপুরে নগদ টাকা,স্বর্ণলংকার,ফ্রিজ ও মোবাইল ডাকাতি।

হ্নীলা কাজী অফিসের সামনে দিনে-দুপুরে নগদ টাকা,স্বর্ণলংকার,ফ্রিজ ও মোবাইল ডাকাতি।

হ্নীলা কাজী অফিসের সামনে দিনে-দুপুরে নগদ টাকা,স্বর্ণলংকার,ফ্রিজ ও মোবাইল ডাকাতি।

গত ১৩/১০/২০২৪ ইং তারিখ,রোজ:শনিবার
বিকেল ০৪:০০ ঘটিকায় মোচনী পাড়ার কবির আহমেদ এর ছেলে জয়নাল উদ্দিন হ্নীলা কাজী অফিসের সামনে পৌঁছালে ডাকাত সর্দার ও অপহরণ বাণিজ্যের মুল হোতা লেদা মৌলভী পাড়ার পুরাতন বার্মাইয়া মৃত ফজল আহমদ এর ছেলে মোহাম্মদ রশিদের এর নেতৃত্বে একদল ডাকাত ভিকটিম কে অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে,ভিকটিমের চিৎকারে পথচারী জড়ো হওয়ার পূর্বে ডাকাত দলের সদস্যরা জয়নাল উদ্দিনের সাথে থাকা নগদ ২,১০,৭০০/- (দুই লাখ দশ হাজার সাতশত টাকা)এক ভরি ০১ টি স্বর্ণে চেইন,০১ একটি স্মার্ট ফোন ও ০১ ফ্রিজ ফাঁকা গুলিবর্ষণ করে নিয়ে যায়।ডাকাত দলের অন্য সদস্যরা হলেন,ফুলের ডেইল গ্রামের কবির আহমেদ এর ছেলে ডাকাত রশিদের ছ্যালক লিয়াকত আলী,রোস্তম আলী,লিয়াকত আলী,জাদিমুড়া বার্মাইয়া রশিদের ছেলে মিজানুর রহমান প্রকাশ বার্মাইয়া মিজান,লেদা মৌলভীপাড়ার রশিদের ছেলে মোঃহাসান সামির।উক্ত ডাকাত দলের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায়,ডাকাতি,অপহরণ,মাদক সহ একাধিক মামলা রয়েছে।রোস্তম আলী ও লিয়াকত আলী ০১ মাস পূর্বে জামিন মুক্ত হয়ে আবারও অপরাধের সাথে জড়িয়ে পড়ে।ভিকটিম তাদের বিরুদ্ধেটেকনাফ মডেল থানায় একটি এজাহার দায়ের করেন।সুনাগরিক মনে করেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হলে অপরাধ কমে আসবে।সেই সাথে অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

 

 

 

আরো পড়ুন।

 

http://ঠাকুরগাঁওয়ে নদী থেকে ৭০ বছর বয়সী নারীর ভাসমান লাশ উদ্ধার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *