১১ অক্টোবরের কর্মী সমাবেশ সফল করতে হ্নীলা ৪ নং ওয়ার্ড জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
শামসুল আলম শারেক,টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন শাখার আগামী ১১ অক্টোবরের কর্মী সমাবেশ সফল করতে হ্নীলা ৪ নং ওয়ার্ড শাখা জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ অক্টোবর বাদে আছর হ্নীলা পানখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদে ৪ নং ওয়ার্ড শাখার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেনের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
৪নং ওয়ার্ড শাখার সেক্রেটারি মুহাম্মদ ঈসার পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন হ্নীলা ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ গিয়াসউদ্দিন নিজামী,বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওঃ আব্দুস সোবহান, বক্তব্য রাখেন হ্নীলা ইউনিয়ন শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওঃ ছৈয়দুল আমিন, ইসলামি ছাত্রশিবি হ্নীলা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ খোবাইব, হ্নীলা আলফালাহ একাডেমীর সাবেক সভাপতি জাময়াত নেতা কামাল আহমদ সহ আরো অন্যান্য শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা আগামী ১১ অক্টোবরের হ্নীলা আলফালাহ একাডেমি মাঠে অনুষ্ঠিতব্য হ্নীলা ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর বিশাল কর্মী সমাবেশ সফল করার জন্য নেতা কর্মীদের প্রতি আহবান জানান।