৯বছর ধরে নিখোঁজ টেকনাফের মোস্তাক কে,ফিরে পেতে মায়ের আকুতি

৯বছর ধরে নিখোঁজ টেকনাফের মোস্তাক কে,ফিরে পেতে মায়ের আকুতি

৯বছর ধরে নিখোঁজ টেকনাফের মোস্তাক কে,ফিরে পেতে মায়ের আকুতি

শামসুল আলম শারেক ,টেকনাফ (কক্সবাজার)
প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফের নিজ বাড়ির সামনে থেকে ২০১৫ সালের ১১ আগষ্ট রাতে মোস্তাক আহমদকে একদল সাদা পোশাকধারী প্রশাসনের পরিচয় দিয়ে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় বলে পরিবারের দাবি। মোস্তাক আহমদ টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমদের বড় ছেলে এবং টেকনাফ সদর  ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হওয়ার কারণে তাহাকে রাজনৈতিক ভাবে গুম করা হয় বলে জানিয়েছেন মা আমিনা খাতুন ।

ঘটনার পরদিন ১২ আগস্ট রাতে তার বাবা জাফর আহমদ চেয়ারম্যান  টেকনাফ থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি করেছিলেন।

রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে
মোস্তাকের মা আমেনা খাতুন বলেন,তাঁর ছেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে।
তাঁর ছেলের বিরুদ্ধে কোনো মামলা নেই। ছেলের খোঁজে বিভিন্ন দপ্তরে গিয়ে ধর্ণা দিয়েছেন তিনি।
তবে কেউ কোনো খোঁজ দিতে পারেনি।ফলে উদ্বেগ ও উৎকন্ঠায় দিনাতিপাত করছে মোস্তাকের মায়ের। এতে বিরাজ করছে গভীর হতাশা ও শূন্যতা। এখনও ফিরে পাওয়ার প্রহর গুনছে মা-বাবাসহ আত্মীয় স্বজনরা।

তিনি বলেন, ‘দেশের কোনো থানায় আমার ছেলের বিরুদ্ধে কোনো মামলা নেই। সে কোনো অপরাধের সঙ্গেও জড়িত নয়। কেন আমার  ছেলেকে গুম করা হল।

তিনি আরও বলেন- রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমার ছেলেকে গুম করেছে বর্তমানে দেশের বিভিন্ন এলাকা থেকে গুম হওয়া ব্যক্তিরা পরিবারের কাছে ফিরছে। আমার মনে হচ্ছে আমার ছেলে এখনো বেঁচে আছে। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট আকুল আবেদন দ্রুত সময়ের মধ্যে দেশের আয়না ঘর থেকে আমার ছেলেকে মুক্ত করে দেওয়া হোক।

এদিকে ছেলেকে হারিয়ে নির্বাক মোস্তাকের মা আমেনা খাতুন। ঘটনার পর থেকে তিনি ধীরে ধীরে নির্জীব হয়ে পড়েছেন। এ ছাড়া একমাত্র ছেলেকে হারিয়ে এখন দিশেহারা প্রায়, দীর্ঘ ৯ বছর ধরে কিন্তু ছেলে আর ফিরে আসে না।

 

আরো পড়ুন।

 

 

http://নোয়াখালী বন্যার্তদের মাঝে বাংলাদেশ মানব কল্যান পরিষদ ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *